মনোহরগঞ্জে লকডাউন বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

সিটিভি নিউজ।।    মোঃ হুমায়ুন কবির মানিক, কুমিল্লা প্রতিনিধি।
মহামারী করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকার ঘোষিত ‘লকডাউন’ বাস্তবায়নে কুমিল্লার মনোহরগঞ্জে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। লকডাউনের প্রথম দিন সোমবার দিনব্যাপী মনোহরগঞ্জ বাজার, বিপুলাসার বাজার, নাথেরপেটুয়া বাজারসহ উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা।
অভিযান চলাকালে মাস্ক পরিধান, স্বাস্থ্য বিধি ও ‘লকডাউন’ মেনে চলতে পথচারী জনসাধারণ এবং স্থানীয় ব্যবসায়ীদেরকে কঠোর নির্দেশনা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা। তিনি বলেন, ‘সরকারের নিদের্শনা মোতাবেক স্বাস্থ্য বিধি মেনে চলায় বাংলাদেশ করোনার প্রথম ঢেউ মোকাবেলায় সক্ষম হয়েছে। আবারো যথাযথ স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব মেনে চললে ইনশাআল্লাহ করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলা করাও সম্ভব হবে।’
ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মেজবাহ উদ্দিন ভূঁইয়া, নাথেরপেটুয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাফর ইকবাল, মনোহরগঞ্জ থানার এসআই নুরুল আলম প্রমুখ।

সংবাদ প্রকাশঃ  ৫২০২১ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ