Friday, January 24, 2025
spot_img
More

    কুমিল্লাকে সাজাতে সবার সহযোগিতা চাই – এমপি বাহার

    গতকাল রাতে কুমিল্লা ডায়াবেটিস সমিতির বাজেট অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার এমপি। সভাপতিত্ব করেন ডায়াবেটিস সমিতির সভাপতি বিশিষ্ট নারীনেত্রী মিসেস মেহেরুন্নেসা বাহার।

    সিটিভি নিউজ।। এম এইচ মনির নিজস্ব প্রতিবেদক ===========
    কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার এমপি বলেছেন, দীর্ঘ অব্যবস্থাপনা ও পরিকল্পনার অভাবে কুমিল্লা নগরী একটা জঞ্জালের নগরীতে পরিনত হয়েছিল। নিয়ম নীতি না মেনে টাকা বিনিময়ে বহুতল ভবনের প্ল্যান পাশ করিয়ে নগরীকে অপরিকল্পিতভাবে গড়ে তুলা হয়েছে । এখনো অনেক ভবন রয়েছে অনুমোদনবিহীন। এ নগরীকে একটা পরিকল্পিত সুন্দরও নগরী হিসেবে গড়ে তুলতে মেয়র ডা তাহসিন বাহার সূচনা কাজ শুরু করেছে। ইতিমধ্যে যানযট ও জলাবদ্ধতা দূরীকরণের নানা পদক্ষেপ নিয়েছে। অনুমোদনবিহীন অবৈধ ভবন নির্মাণের বিরুদ্ধে পদক্ষেপ নিতে শুরু করেছে। সুন্দর নগরী গড়তে সবাই সহযোগীতা প্রয়োজন। সবার সহযোগিতা নিয়ে কুমিল্লা নগরীকে সাজাতে চাই।
    গতকাল শনিবার (২৯ জুন) রাতে
    কুমিল্লা ডাযাবেটিক হাসপাতালের বাজেট অধিবেশন ২০২৪-২৫ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাজী বাহার এমপি এসব কথা বলেন।
    হাজী বাহার এমপি আরও বলেন, কুমিল্লা ডায়াবেটিক হাসপাতাল কুমিল্লার গণ মানুষের কল্যাণ কাজ করে গণ মানুষের প্রতিষ্ঠানে পরিনত হয়েছে। সকল সদস্য ও কর্মকর্তা কর্মচারীদের প্রতিষ্ঠানের ভাবমূর্তি বাড়াতে আন্তরিকভাবে কাজ করার আহবান জানান।
    পরে বাজেটের উপর আলোচনা করেন অতিথি সহ সমিতির সদস্যবৃন্দ। কিছু সংশোধনী এনে সর্বসম্মতিক্রমে বাজেট পাশ হয়। এর আগে ফিতা কেটে ডায়াবেটিস সমিতির নিজস্ব ফার্মেসীর উদ্বোধন করেন অতিথিবৃব্দ।
    শনিবার সন্ধ্যায় কুমিল্লা ডায়াবেটিক হাসপাতালের অডিটরিয়ামে কুমিল্লা ডায়াবেটিক সমিতির সভাপতি মিসেস. মেহেরুন্নেছার বাহার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর আসনের সংসদ সদস্য ও কুমিল্লা ডায়াবেটিক হাসপাতালের প্রধান পৃষ্টপোষক বীরমুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার। এ সময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা ডায়াবেটিক হাসপাতালের সহ সভাপতি ডা: আব্দুল বাকি আনিছ, সাধারণ সম্পাদক মির্জা মো: কোরেশী, কোষাধ্যক্ষ প্রভাল শেখর মজুমদার মিঠু, সহ কুমিল্লা ডায়াবেটিক হাসপাতাল সমিতির সকল সদস্যবৃন্দরা। অনুষ্ঠান সঞ্চালন করেন ডায়াবেটিস সমিতির সদস্য তারিকুর রহমান জুয়েল। সংবাদ প্রকাশঃ ২৯-৬-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=

    আরো সংবাদ পড়ুন

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -
    Google search engine

    সর্বশেষ সংবাদ

    Recent Comments