সিটিভি নিউজ।। কুমিল্লা কোতয়ালী মডেল থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ২৫ জুন ২০২৪ইং (মঙ্গলবার) দুপুরে ৪নং আমড়াতলী ইউপিস্থ পালপাড়া ব্রীজের উত্তর পাড় রেন্টি কড়ুই গাছ সংলগ্ন শাসনগাছা টু বুড়িচং গামী পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজা ও ১০০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ পারভীন আক্তার (২৫) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
এসআই (নি:) শেখ মফিজুর রহমানের নেতৃত্বে কোতয়ালী মডেল থানার একটি দল এই অভিযান পরিচালনা করে। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত পারভীন আক্তার দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে কুমিল্লা জেলায় পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছিল।
কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফিরোজ হোসেন বলেন, “মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারী দুজনই সমান অপরাধী। মাদকমুক্ত সমাজ গঠন করতে হলে সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে।”
এসআই (নি:) শেখ মফিজুর রহমান জানান, “মাদকের নেশা সর্বনাশা। প্রতিদিনই মাদক সেবন বা মাদক পাচার-সহ অপরাধমূলক কাজের জন্য একাধিক ব্যক্তিকে আটক করা হচ্ছে। সংবাদ প্রকাশঃ ২৬-৬-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে লিংকে ছবিতে ক্লিক করুন=