Thursday, January 23, 2025
spot_img
More

    জাতীয় সংসদে এম পি জাহাঙ্গীর আলম সরকারের ৪টি দাবি

    সিটিভি নিউজ।। এন এ মুরাদ, মুরাদনগর সংবাদদাতা জানান ===
    কুমিল্লার মুরাদনগর উপজেলার গণমানুষের জীবন যাত্রার মানউন্নয়ন, বেকার সমস্যা দূরীকরণ ও প্রশাসনিক সেবা সহজতর করতে জতীয় সংসদে চারটি দাবি তুলে ধরেন মুরাদনগর থেকে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ¦ জাহাঙ্গীর আলম সরকার। সোমবার জাতীয় সংসদে বক্তব্যকালে তিনি এ দাবি জানান।
    বক্তব্যকালে এমপি বলেন, “ (১) আমার নির্বাচনী এলাকা মুরাদনগর উপজেলার জাহাপুর ইউনিয়নে প্রায় ৩ হাজার বিঘা কৃষি জমি অস্থায়ী জলাবদ্ধতার কারণে ত্রিশ বছর অনাবাদি হয়ে পড়ে আছে। এই জমিগুলোকে চাষাবাদযোগ্য করে তুলতে মাননীয় প্রধানমন্ত্রীর সু-দৃষ্টি কামনা করছি।
    (২) মুরাদনগর উপজেলা ২২টি ইউনিয়ন নিয়ে গঠিত। এটি চট্রগ্রাম বিভাগের সর্ববৃহৎ উপজেলা। এ উপজেলায় দুটি থানা রয়েছে। দ্ইু থানার লোক একটি উপজেলা দিয়ে চলতে কষ্ট হয়।
    তাই বাঙ্গরা বাজার থানাকে উপজেলা করা একান্ত প্রয়োজন। ১০ ইউনিয়ন নিয়ে গঠিত বাঙ্গরা বাজার থানাকে উপজেলা করা হউক এটি বাঙ্গরাবাসীর প্রাণের দাবি। ২০১৩ সালে ২০ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাঙ্গরায় এক সমাবেশে বাঙ্গরাকে থানায় রূপান্তরের ঘোষণা দেন। ফলে নিকা কমিটি ২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর বাঙ্গরা বাজার থানা নামে নতুন থানা গঠনের সিদ্ধান্ত গ্রহণ করেন এবং ২০১৬ সালের ১ জানুয়ারি বাঙ্গরা বাজার থানা আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে।
    (৩) মুরাদনগরে ৩ টি গ্যাস ফিল্ড। এই ফিল্ডগুলো থেকে গ্যাস উত্তোলন করে চট্রগ্রাম বিভাগসহ দেশের বিভন্ন শিল্পকারখানা ও বাসাবাড়িতে ৪০ বছর যাবত গ্যাসের যোগান দেওয়া হচ্ছে। অথচ আমার এলাকার মানুষ গ্যাস থেকে বঞ্চিত। মুরাদনগরবাসীর আকুল আবেদন তাদের বাসা-বাড়িতে গ্যাস দেওয়া হউক। যদি সরকারী বাধ্য বাধ্যবাধকতার কারণে গ্যাস সংযোগ দেওয়া সম্ভব না হয় তাহলে মুরাদনগরে একটি শিল্পকারখানা স্থাপন করে বেকার যুবক যবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হউক।
    (৪) একটি দেশের সামগ্রীক উন্নয়ন তখনই পরিলক্ষিত হয় যখন দেশের প্রান্তিক পর্যায়ে অবকাঠামোগত ও অর্থনৈতিক, উন্নয়নের সঙ্গে মানব সম্পদের উন্নয়ন ঘটে। এই মানব সম্পদকে কাজে লাগাতে যখন সরকারী বিভিন্ন দপ্তরে চাকুরির বিজ্ঞপ্তি হয় তখন ছাত্রলীগ, যুবলীগের কর্মীরা স্বপ্ন দেখে যে তাদের চাকুরী হবে। তারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়, অনেক ক্ষেত্রে সংসদ সদস্যদের সুপারিশ থাকা সত্তে¡ও তা আমলে নেওয়া হয়না এবং আমাদের ছেলেদের চাকুরি হয়না। চাকুরী হয় স্বাধীনতা বিরুধী দল বিএনপি ও জামায়াত সমর্থিত ছেলেদের ”।
    এমপি জাহাঙ্গীর আলম সরকার ৪০ বছর আওয়ামীলীগের রাজনীতি সাধনা করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে (কুমিল্লা-৩) মুরাদনগর থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে তিনি ২৮ বছর কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। বহু সংগ্রাম আর চড়াই-উতরাইয়ের পর তার কাঙ্খিত লক্ষে পৌঁছান। এই মুরাদনগরকে তিলোত্তমা মুরাদনগর হিসেবে গড়ে তুলতে মহান সংসদে তার স্বপ্নের কথা তুলে ধরেন। ## সংবাদ প্রকাশঃ ২৫-৬-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে লিংকে ছবিতে ক্লিক করুন=

    আরো সংবাদ পড়ুন

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -
    Google search engine

    সর্বশেষ সংবাদ

    Recent Comments