সিটিভি নিউজ, এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ থেকে জানান : প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় মাদ্রাসার এক ছাত্রীকে (১২) জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। সোমবার (২৪ জুন) রাতে এ ঘটনায় ভুক্তভোগী ওই ছাত্রীর পিতা বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা করেছেন। আড়াইহাজার উপজেলার গোপালদী পৌরসভা ইসলামপুর এলাকার একটি গ্রামে এই ঘটনা ঘটে।
মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, ওই ছাত্রী স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করে। আসামী গোপালদী ইলামপুর গ্রামের লিটন মিয়ার ছেলে সাব্বির মিয়া (২০) মাদ্রাসায় আসা যাওয়ার পথে তাকে প্রেমের প্রস্তাব দিত। এতে ওই ছাত্রী রাজি না হওয়ায় ক্ষুদ্ধ হয় সে। গত ১৯ জুন রাত ওই ছাত্রী পিতামহ হৃদরোগে আক্রান্ত হলে তাৎক্ষণিক তার বাবা মা ও চাচারা মিয়ে ওই রাতে সোহরাওয়াদী হাসপাাতালে ভর্তি করে। বাড়িতে ওই ছাত্রী ও তার ছোট ভাই অবস্থান করে। এই সুযোগে গত ২০ জুন বখাটে সাব্বির কৌশলে তাদের ঘরে প্রবেশ কওে ওই ছাত্রীর মুখ ও হাত কাপড় দিয়ে বেঁধে জোরপূর্বক ধর্ষণ করে ফেলে রেখে ধর্ষক পালিয়ে যায়। এ ঘটনায় মামলা না করার হুমকিও প্রদান করে। পরদিন তার পিতামহ চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে তাকের দাফন কাফন শেষে বাড়িতে এলে ওই ছাত্রী তার বিষয়টি অবহিত করে।
এদিকে এই ঘটনা জানাজানি হলে গোপালদী পৌরসভার কমিশনার ঘটনাটি মিমাংসার জন্য চাপ প্রয়োগ করে মামলা না করে নিষেধ করে কালক্ষেপনের করা অভিযোগ উঠেছে। একটি গ্রাম্য শালিস বসে। সালিশে স্থানীয় কাউন্সিলর, সুমন, খলিলসহ ৮/১০ জন অংশ গ্রহণ করেন। পরে পুলিশের সহযোগিতায় থানায় এসে সোমবার রাতে থানায় মামলা দায়ের করা হয়। তবে কাউন্সিলর মিমাংসার জন্য চাপ প্রয়োগের বিষয়টি অস্বীকার করে বলেন, স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে বিষয়টি আমি শুনেছি। এ ঘটনাটি কতটুকু সত্য তা আইন দেখবে বলে জানান।
মামলার বিষয়টি নিশ্চিত করে আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ জানান, ডাক্তারি পরীক্ষার জন্য ভিকটিমকে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আসামী সাব্বিরকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। সংবাদ প্রকাশঃ ২৫-৬-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে লিংকে ছবিতে ক্লিক করুন=
আড়াইহাজারে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ : থানায় মামলা
আরো সংবাদ পড়ুন