সিটিভি নিউজ।। কামরুজ্জামান কানু জামালপুর সংবাদদাতা জানান == জামালপুরের মেলান্দহ থানা পুলিশ ৬০০ গ্রাম (ছয় শত গ্রাম) গাঁজা সহ লোকমান মিয়ার ছেলে রইচ উদ্দিনকে গাঁজা সহ গ্রোফ করেছে। সে মেলান্দহ থানার ৯-নং ঘোষেরপাড়া ইউনিয়নের চর সগুনা গ্রামে বাড়ী। ৬০০ গ্রাম গাঁজা যাহার মূল্য-আনুমান ১২,০০০ (বারো হাজার টাকা)। জানাযায় গোপন সংবাদের ভিত্তিতে মেলান্দহ থানার এস আই হাফিজুর রহমান, পুলিশ কনেকষ্টল নিয়ে, এক চিরুনি অভিযান চালিয়ে, ২৩-জুন বিকেল ৫-৪০ মিনিটের সময় চর সগুনা বেলাল প্রামানিকের বাড়ীর সামনে পাকারাস্তার উপরে বিক্রি করার জন্য আসে,পুলিশ আগেই ওৎপেতে থেকে ৬০০ (ছয় শত গ্রাম গাঁজা) সহ গ্রোফতার করেছে। এদিকে মেলান্দহ থানার অফিসার ইনচার্জ রাজু আহম্মেদ কামরুজ্জামান কানু সাংবাদিক কে জানান, আমার থানা এলাকায় মাদক অবিযান চলমান। মেলান্দহ থানায় মামলা হয়েছে মামলার ধারা ৩৬(১)সারণীয় ১৯(ক)মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন -২০১৮। সংবাদ প্রকাশঃ ২৫-৬-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে লিংকে ছবিতে ক্লিক করুন=
জামালপুরের মেলান্দহে গাঁজা সহ গ্রোফতার ১
আরো সংবাদ পড়ুন