সিটিভি নিউজ।। মোহাম্মদ মাসুদ মজুমদার : সংবাদদাতা জানান ====
কুমিল্লার বরুড়ায় মাধ্যমিক স্তরের শিক্ষদের দুটি বিষয়ের উপর ৪দিন ও ৫দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি গতকাল শুক্রবার শেষ হয়েছে।
ডিসেমিনেশন অব নিউ কারিকুলাম স্কিমের আওতায় জীবন জীবিকা অকুপেশনাল স্কিল কোর্স ও ডিজিটাল প্রযুক্তির প্রোগ্রামিং এন্ড নেটওয়ার্কিং এর এ দুটি বিষয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এ প্রশিক্ষন কর্মশালা বাস্তবায়ন করেন সেকেন্ডারী এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি) মাউসি)। উপজেলার বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষন শুরু হয় ১০ জুন তার মধ্যে ৪দিনের ডিজিটাল প্রযুক্তি প্রশিক্ষণ শেষ হয় ১৩ই জুন আর ৫ দিন ব্যাপী জীবন ও জীবিকা প্রশিক্ষণ শেষ হয় ১৪ জুন শুক্রবার। প্রশিক্ষণে উপজেলার উপজেলার বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসার ১শ ৪৬ জন শিক্ষক এ প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন। দুটি বিষয়ে মোট ০৮ জন প্রশিক্ষক তাদের প্রশিক্ষণ প্রদান করেন। প্রশিক্ষণের কোর্স কোডিনেটর ছিলেন বরুড়া উপজেলা একাডেমিক সুপারভাইজার আছিয়া খাতুন ও বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মেধাদ উদ্দিন।
বরুড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রতন কুমার সাহা বলেন, ২ বিষয়ের প্রশিক্ষণ সফলভাবে শেষ হয়েছে। আগামী অর্থবছরের অন্য বিষয়ের প্রশিক্ষণ গুলির প্রশিক্ষণ পর্যায়ক্রমে হবে। সংবাদ প্রকাশঃ ১৫-৬-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে লিংকে ছবিতে ক্লিক করুন=