Sunday, October 6, 2024
spot_img
More

    এখনো গুম, নাকি হত্যার শিকার? মানববন্ধনে রহস্য উন্মোচন সহ যড়যন্ত্রকারীদের শাস্তির দাবী

    সিটিভি নিউজ।। মানিক ঘোষ নিজস্ব প্রতিনিধি জানান ====
    সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকান্ড নিয়ে ফুঁসে উঠেছে ঝিনাইদহ-৪ নির্বাচনী এলাকার মানুষ। প্রায় প্রতিদিনই মানববন্ধন ও কর্মসূচী চলমান রয়েছে। এসব মানববন্ধন সমাবেশ থেকে বলা হচ্ছে, এমপি আনার গুম, নাকি হত্যার শিকার হয়েছে ? তারা এর মুল রহস্যে উন্মোচনসহ যড়যন্ত্রকারীদের শাস্তির দাবী জানিয়ে আসছেন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকাল ৯ টায় কালীগঞ্জে শহরের সলিমুন্নেছা বালিকা বিদ্যালয়ের সন্মুখে এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে ওই বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রীরা ব্যানার ফেস্টুন নিয়ে বিচার দাবী জানান।
    বিদ্যালয় পরিচালনা পর্ষদের আয়োজনে ওই মানববন্ধনে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শিবলী নোমানী, কালীগঞ্জ পৌরসভার মেয়র ও পৌর আ’লীগের সাংগাঠনিক সম্পাদক আশরাফুল আলম আশরাফ, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুজ্জামান রাসেল, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিদৌরা আক্তার যুথি ও পরিচালনা পর্ষদের সদস্য ওমেদুল ইসলাম প্রমুখ।
    বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক গৌত্তম বিশ^াসের সঞ্চালনায় মানববন্ধনে বক্তাগন বলেন, এমপি আনার কি আসলেই হত্যার শিকার, নাকি গুম হয়েছে। আমরা গনমাধ্যমের বরাতে জেনেছি প্রিয় নেতা এমপি আনার হত্যাকান্ডে সংশ্লিষ্টতায় ঝিনাইদহ জেলা আ’লীগের এক নেতা আটক হয়েছে। এছাড়াও জেলার আরো অনেকেই সম্পৃক্ততাও থাকতে পারে। বক্তারা বলেন, নৃশংস ওই হত্যাকান্ড যড়যন্ত্রের সাথে কালীগঞ্জেরও কেউ কেউ জড়িত থাকতে পারে। তারা বলেন, জননেত্রী শেখ হাসিনা আমাদের অভিভাবক। তিনি কোন অন্যায়কারীকে ছাড় দিবেন না। আইনশৃংখলা বাহিনী ও প্রশাসনের কাছে আমাদের দাবী, অবিলম্বে এমপি হত্যাকান্ডে সকল যড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন সহ আইনের আওতায় আনতে হবে।সেই সাথে শিক্ষার্থীরা এম পি আনারের যারা হত্যা করেছে তাদেরকে বিচার দাবি করেছে।এদিকে অদ্য মঙ্গলবার বিকালে অনুরুপ ভাবে ঝিনাইদহ -৪ নির্বাচনী এলাকার নলডাঙ্গা বাজারেও আরো একটি মানববন্ধন করা হবে বলে জানা গেছে।

    প্রসঙ্গত, এমপি আনোয়ারুল আজিম আনার গত ১২ মে চিকিৎসার জন্য ভারতের গেদে বন্দর পার হয়ে পশ্চিবঙ্গে যান। ১৩ মে থেকে নিখোঁজের পর ২২ মে পশ্চিমবঙ্গ রাজ্যের বিধাননগরের নিউটাউন এলাকায় সঞ্জিভা গার্ডেনে খুন হয়েছে বলে সংবাদ আসে। পরবর্তী বিভিন্ন সময়ে খুনীদের আটক ছাড়াও তার লাশের দেহাংশের টুকরা ও হাড়গোড় উদ্ধার হয়েছে বলে গনমাধ্যমে প্রচার হয়। কিন্তু এখনো এমপির পরিবারের সাথে ডিএনএ টেষ্ট না হওয়াতে তার মৃত্যু নিয়ে ধোয়াশা কাটছে না। এ নিয়ে এমপির নির্বাচনী এলাকার সকল মানুষের মুখে মুখে একই কথা, তিনি কি মারা গেছেন, না নিখোঁজ রয়েছেন ? এদিকে তার মৃত্যু নিয়ে এখনো চুড়ান্ত রিপোর্ট না হওয়াতে আওয়ামীলীগ ও বিভিন্ন সামাজিক সংগঠন অব্যহতভাবে কর্মসূচী পালন করছে। এমপি আনার ঝিনাইদহ-৪ আসনের টানা তিন বারের সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি। সংবাদ প্রকাশঃ ১২-৬-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে লিংকে ছবিতে ক্লিক করুন=

    আরো সংবাদ পড়ুন

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -
    Google search engine

    সর্বশেষ সংবাদ

    Recent Comments