সিটিভি নিউজ।। মানিক ঘোষ ঝিনাইদহ প্রতিনিধি-=======
অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ঝিনাইদহে ৪০ দিন ব্যাপী কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ শহর সমাজসেবা কার্যালয়ে এ কর্মসূচীর উদ্বোধন করা হয়।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল কাদের’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা কার্যালয়ে সহকারী পরিচালক মমিনুর রহমান, শহর সমাজসেবা কর্মকর্তা আফাজ উদ্দিন, ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ।
আয়োজকরা জানায়, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে উন্নয়নের মুল শ্রোতধারায় ফিরিয়ে আনতে জেলার বিভিন্ন এলাকার অনগ্রসর জনগোষ্ঠীর যুবদের ৪০ দিন ব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ শুরু করা হয়েছে। তেলী, নাপিত, ঋষি, মালো, বাগদিসহ বিভিন্ন জনগোষ্ঠীর ৩০ জন এ প্রশিক্ষণ প্রদাণ করা হচ্ছে।
৪০ দিন ব্যাপী এই কর্মসূচীতে তাদের কম্পিউটার এ্যাপ্লিকেশন, ভিডিও এডিটিং, এক্সেলসহ নানা এপ্লিকেশনের কাজ শেখানো হবে।সংবাদ প্রকাশঃ ০৭-৬-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে লিংকে ছবিতে ক্লিক করুন=
ঝিনাইদহে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন
আরো সংবাদ পড়ুন