Friday, November 22, 2024
spot_img
More

    কুরবানি ঈদে সাড়ে ৭ লাখ পশু প্রস্তুত, প্রায় ৪ হাজার কোটি টাকা কেনাবেচার আশা

    সিটিভি নিউজ।। মোহাম্মদ আককাস আলী :সংবাদদাতা জানান ===ঈদুল আজহা উপলক্ষে এবার নওগাঁয় সাড়ে ৭ লাখ গবাদিপশু প্রস্তুত করেছেন খামারিরা। এখন ওইসব খামারিয়া পশুর পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। এ বছর গো-খাদ্যের দাম বেশি হওয়ায় বাড়তি টাকা গুণতে হয়েছে খামারিদের। তাই পশুও বাড়তি দামে বিক্রি হবে বলে আশাবাদী তারা। জেলায় এবার চাহিদার তুলনায় প্রায় দ্বিগুণ পশু প্রস্তুত করা হয়েছে। যা স্থানীয় চাহিদা মিটিয়ে চলে যাবে বিভিন্ন জেলায়। এ বছর জেলায় প্রায় ৪ হাজার কোটি টাকার গবাদিপশু বেচাকেনার আশা করছেন খামারিরা। জেলা প্রাণীসম্পদ অফিসার ডা.আবু তালেব প্রাং জানান,এবার কুরবানীর জন্য সাড়ে সাত লাখ গবাদিপশু প্রস্তুত রয়েছে। জেলায় মোট খামারে সংখ্যা ৩৪৫৩৪টি।কুরবানী পশুর চাহিদা রয়েছে ৩৭৮৭৫৯। তার মধ্যে বলদ ২৯১১১,গাভী ৬৫০৬৮ মহিষ ২৪০৩,ছাগল ৪৬৪৯২৯,ভেড়া ৭৫৫৫২। তিনি আরো জানান,খামারে সংখ্যা :-নওগাঁ সদরে ৩৩০৪টি,মহাদেবপুরে ২৭৫৪টি,রাণীনগরে ৩০৮০টি আত্রাই ২৪০৫টি,বদলগাছিতে ২৬৪৮টি,পত্নীতলায় ২৯০২টি,ধামুরহাটে ৩২৭৭টি,সাপাহারে ৩৩৭২টি,পোরশায় ২৫১০টি,নিয়ামতপুরে ২৬৪২টি এবং মান্দায় ৫৫৮০টি খামা রয়েছে। চাহিদার তুলনায় অনেক বেশি রয়েছে কুরবানির পশু। সংবাদ প্রকাশঃ ০৪-৬-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে লিংকে ছবিতে ক্লিক করুন=

    আরো সংবাদ পড়ুন

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -
    Google search engine

    সর্বশেষ সংবাদ

    Recent Comments