আড়াইহাজারে ডাকাতি হামলায় গৃহবধূ সহ আহত-৩

সিটিভি নিউজ, এম আর কামাল, নারায়ণগঞ্জ থেকে জানান : নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় পৃথক ডাকাতির ঘটনায় ৩ জন আহত হয়েছে। রোববার (১৫ নভেম্বর) রাতে উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের বড় বিনাইরচর ও গোপালদী পৌর সভার রামচন্দ্রদী গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানায়, ১০/১৫ জনের এক দল ডাকাত বড় বিনাইরচর গ্রামে হারুণ অর রশিদের বাড়িতে হানা দেয়। প্রথমে ডাকাত দল কেচি গেইট ভেঙ্গে ভিতরে প্রবেশ করার চেষ্টা করে। এই সময় বাড়ির লোকজনের চিৎকারে আশে-পাশের লোকজন বেড় হয়ে গেলে হারুণ অর রশিদের স্ত্রী রাবেয়া (৬০) ও তার ছেলে রাসেলকে (৪০) কুপিয়ে আহত করে কিছু না নিয়ে ডাকাত দল পালিয়ে যায়। আহতদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে।
অপরদিকে রামচন্দ্রদী গ্রামে রাত ১২টায় একদল ডাকাত সাত্তারের বাড়িতে প্রবেশ করে তাকে এলোপাথারি কুপিয়ে ১ জ কে আহত করে। আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। এদিকে গোপালদী তদন্ত কেন্দ্রের পুলিশ আলী হোসেন (৪০) নামের একজন ডাকাত গ্রেফতার করেছে।

সংবাদ প্রকাশঃ  ১৬১১২০২০ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ