কুমিল্লার নাঙ্গলকোটে চার নারী ছিনতাইকারী আটক 

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন
সিটিভি নিউজ।।    নেকবর হোসেন   কুমিল্লা প্রতিনিধি  জানান ===
কুমিল্লার নাঙ্গলকোট পৌরবাজার থেকে ছিনতাইকালে আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের চার নারী সদস্যকে গ্রেফতার করেছে নাঙ্গলকোট থানা পুলিশ।
গতকাল ২৬ সেপ্টেম্বর আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আটককৃতরা হলেন, ব্রাহ্মনবাড়িয়া জেলার নাছির নগর উপজেলার ধরমন্ডল গ্রামের খোরশেদ মিয়ার স্ত্রী রুনা আক্তার (৩৩)। একই গ্রামের হারুন মিয়ার মেয়ে সৈয়দা বেগম (৩৪),কালাই মিয়ার স্ত্রী পারবিন বেগম (৪৩), মৃত.মারুফ মিয়ার স্ত্রী সায়মা বেগম (৩৪)।
নাঙ্গলকোট থানা সূত্রে জানা যায়, নাঙ্গলকোট এ আর মডেল স্কুলের সামনে শুক্রবার বিকেলে পৌরসদরের আবদুল মমিনের স্ত্রী মোরশেদা বেগমের গলার চেইন ছিনতাইকালে তিনি চিৎকার দিলে স্থানীয় লোকজন আটক করে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে।শনিবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
নাঙ্গলকোট থানার ওসি মোঃ বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, এরা সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র এরা বিভিন্ন জেলায় অভিনব কায়দা ছিনতাই করে, আটককৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় ৪/৫ টি করে চুরি, ছিনতাই, দ্রুত বিচার ও পুলিশ এসল্টের মামলা রয়েছে।সংবাদ প্রকাশঃ  ২৬২০২০ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

Print Friendly, PDF & Email