দেবীদ্বারঃ মাইজভান্ডারী তরিকার প্রবর্তক ও পীর কেবলা দৌলত শাহ (ক.)-এর ওরশ মোবারক অনুষ্ঠিত

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার: দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/==============মহান ১০ই মাঘ উপলক্ষে মাইজভান্ডারী তরিকার প্রবর্তক হযরত সৈয়দ আহমদ উল্লাহ (ক.) মাইজভান্ডারীর ১২০তম এবং পীর কেবলা হযরত দৌলত শাহ (ক.) আল-মধুপুরীর ৪১তম বার্ষিক ওরশ মোবারক ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ভাবপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) দিবাগত রাতব্যাপী কুমিল্লার দেবীদ্বার উপজেলার শিবনগর গ্রামের শাহবুদ্দিন সরকার বাড়িতে গ্রামবাসীর সার্বিক ব্যবস্থাপনায় এই পবিত্র ওরশ মোবারক অনুষ্ঠিত হয়। ওরশ উপলক্ষে কোরআন তেলাওয়াত, মিলাদ মাহফিল, জিকির-আজকার ও আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়।
ওরশ মোবারকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাকরাপুর দরবার শরীফ, লালমাই, কুমিল্লার আল-শাকরাপুরী শাহজাদা হযরত সৈয়দ মোঃ গোলাম মহিউদ্দিন (জীবন)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক তাজুল ইসলাম পাঠান, সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার এবং সুফিবাদ গবেষণা ফাউন্ডেশনের সহ-সভাপতি মোজাফ্ফর আহমেদ।
অনুষ্ঠানে দেশ-বিদেশ থেকে আগত বহু মুরিদান, আশেকান ও ধর্মপ্রাণ মুসল্লিগণ অংশগ্রহণ করেন। তারা আউলিয়ায়ে কেরামের স্মরণে দোয়া ও ফাতেহা পাঠ করেন এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।
ওরশ মোবারকের আরজ গুজার করেন সুফিবাদ গবেষণা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোবারক হোসেন মুরাদ।
ছবির ক্যাপশনঃ দেবীদ্বার মাইজভান্ডারী তরিকার প্রবর্তক ও পীর কেবলা দৌলত শাহ (ক.)-এর ওরশ মোবারক অনুষ্ঠানের মঞ্চে অতিথিবৃন্দ। সংবাদ প্রকাশঃ ২৫-০১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=