“তরুণ প্রজন্মকে নিয়েই আমরা আগায় যাব তরুণদের বিবেক কোন বর্গা দেয়া নাই ফ্রেস ব্লাড” – হাসনাত আব্দুল্লাহ

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার, দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/
“তরুণ প্রজন্মকে নিয়েই আমরা আগায় যাব,
তরুণদের বিবেক কোন বর্গা দেয়া নাই ফ্রেস ব্লাড”
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে দেবীদ্বারে একটি উঠান নির্বাচনী প্রচারনাকালে প্রবীণ এবং তরুণ প্রজন্মের তুলনা করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র দক্ষিনাঞ্চলের মূখ্য সংগঠক কুমিল্লা- ৪ (দেবীদ্বার) নির্বাচনী এলাকার ১০দলীয় জোট প্রার্থী ও এনসিপি’র ‘শাপলা কলি’ প্রতীকের প্রর্থী হাসনাত আব্দুল্লাহ ওই উক্তি করেন।

তিনি বলেন, “দেবীদ্বারের যারা হচ্ছে সিনিয়র, দাড়ি পাকা তারা আমার সাথে সম্পর্ক রাখেন গোপনে। আর যারা হচ্ছে নুতন তারুন্যের মানুষ তারা আমার সাথে সম্পর্ক রাখে ওপেনে।”
ত’ ওনারা রাখেন গোপনে আপনারা রাখেন ওপেনে। এখন তারা গোপনে- এই কারনে রাখেন কারন তাদের স্বার্থের অনেক বিষয় আছে, তারা হয়তো অন্য রাজনৈতিক দল করছে, তারা আসলে হয়তো, অন্যেরা হচ্ছে নাখোশ হতে পারে, তাদের বিবেক হয়তো কোথাও না কোথাও বাঁধা দিয়ে রাখছে, কেউ কেউ বন্ধক দিয়া রাখছে কিন্তু আপনারা যারা ইয়াং মানুষ আপনারা যারা আছেন, আপনারা বিবেক কোন বর্গা দেয়া নাই, ফ্রেস ব্লাড, আপনারা হচ্ছে একদম তরুণ, ত আমাদের কাছে, আমরা জানি, একটা ঘরের যে তরুণরা আমাদের কাছে আসছে সে তরুণরাই তাদের মা’ বাপকে নিয়ে আসবে ইনশাল্লাহ। তরুণ ছেলে- মেয়েদর মা বাপেরা আগে থেলে -মেয়েদেরকে চাপাই দিত, এখন ছেলে মেয়েরাও মা- বাপকে কি করে ? প্রভাবিত করে, মতামত দেয়, তাই না ? তরুণরাই তাদের বাবা-মা’কে নিয়ে আসবে। ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি, আমরা দেবীদ্বারের ৫ জন, ৭ জন নিয়া আমরা পথ চলা শুরু করছিলাম না ? আস্তে আস্তে এখন বড় হইতেছে না ? বড় হইতেছে কি না ? ইনশাল্লাহ আরো বড় হবে এবং তরুন প্রজন্মকে নিয়া ইনশাল্লাহ আমরা আগাই যাব ।=== ছবির ক্যাপশনঃ দেবীদ্বারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র দক্ষিনাঞ্চলের মূখ্য সংগঠক কুমিল্লা- ৪ (দেবীদ্বার) নির্বাচনী এলাকার ১০দলীয় জোট প্রার্থী ও এনসিপি’র ‘শাপলা কলি’ প্রতীকের প্রর্থী হাসনাত আব্দুল্লাহ বক্তব্য রাখছেন। সংবাদ প্রকাশঃ ৩১-১২-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন