নিরাপদ চালক চাই এর আয়োজনে ৬ জন দক্ষ চালক ও ৪ জন অঙ্কন শিল্পী সম্মাননা অনুষ্ঠান

সিটিভি নিউজ।। সংবাদ শ্যামল বড়ুয়া ববি ====
গত ২৫ নভেম্বর কুমিল্লা কবি নজরুল ইন্সটিটিউটে নিরাপদ চালক চাই সংগঠনের আয়োজনে স্বজন দক্ষ প্রশিক্ষিত চালক সম্মাননা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্যাপ্টেন জিয়াউল হাসান মাহমুদ।
গীতিকার কবি বাচিকশিল্পী শিপন হোসেন মানবের সঞ্চলনায় বক্তব্য রাখেন, বাচিক শিল্পী বদরুল হুদা জেনু,এড,দিলীপ কুমার চন্দ, গীতি কবি সফিকুল ইসলাম ঝিনুক, গোলাম সামদানি, অধ্যাপক রাহুল তারণ পিন্টু,ব্যাংকার জয়নাল আবেদীন রনি, সাবরিনা আফরোজ, এড, জাফর আলী, রসিক কবি আবদুল কাইয়ূম, সংগঠনের সাধারণ সম্পাদক আজাদ সরকার লিটন, দক্ষ চালক,পরিবহন নেতা খন্দকার কামরুল হাসান টিপু,নিচাচা নির্বাহী সদস্য সাবরিনা আফরোজ,এটিএম মোস্তফা কামাল , সাংবাদিক শহিদুল ইসলাম।
১৮ বছর ধরে দক্ষ নারী বাইক চালক কবি কাজী নাসিমা সাথীর সম্মাননা অচিরেই তাঁর হাতে পৌঁছে দেওয়া হবে,কবিতা পাঠ করেন অধ্যক্ষ গৌরাঙ্গ দাস ও কবি দিল আফরোজা রুনা।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কীর্তিমান চাকমা,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিআরটিএ কুমিল্লার পরিচালক ফারুক আলম,সচেতনতা মূলক সংগীতে অংশ নেয় রসিক কবি কাইয়ুম,নুপুর কাউছারী টুম্পা,রবিউল , গৌরী,কেটি,ঢোলক সজীব ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উদীচী সভাপতি শেখ ফরিদ, তপন সেনগুপ্ত, কবি মামুন কবির চৌধুরী ,কবি জীবন,ফুলকলি খেলাঘর পাঠাগার সম্পাদক সুমি, বড়ুয়া, সাংবাদিক শ্যামল বড়ুয়া ববি, সমতটের কাগজ সম্পাদক জামাল উদ্দিন দামাল, বীরমুক্তিযোদ্ধা মিয়া মো,আলাউদ্দিন,এপেক্সিয়ান আব্বাস উদ্দিন,বিআরটিএ কর্মকর্তা টিপু, নিউ লাইফ হাসপাতাল চেয়ারম্যান বেলায়েত হোসেন,কবি বাসার,বিনয় সদস্য নাসরীন, কবি এরিকা,আলেয়া আক্তার আলো শামসুন্নাহার ঝুমুর,এড,আয়েশা আক্তার সহ আরো অনেকে ।
ছবির ক্যাপশন – নিরাপদ চালক চাই এর দক্ষ চালক সম্মাননা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সম্মাননা প্রাপ্ত দক্ষ চালক ও পরিবহন নেতা খন্দকার কামরুল হাসান টিপু। সংবাদ প্রকাশঃ ২৬-১১-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=