*অন্ধকার ও প্রতিশোধের বার্তা নিয়ে আসছে অর্থহীনের নতুন অ্যালবাম, ফিনিক্সের ডায়েরি ২*

সিটিভি নিউজ।। মোহাম্মদ মাসুদ মজুমদার: সংবাদদাতা জানান====বাংলাদেশের রক সঙ্গীতের শক্তিশালী ব্যান্ড অর্থহীন তাদের বহুল প্রতীক্ষিত নতুন অ্যালবাম ফিনিক্সের ডায়েরি ২-এর বিশ্বব্যাপী মুক্তির জন্য প্রস্তুত। এই সিক্যুয়েলটি অর্থহীন ব্যান্ড এবং তাদের সঙ্গীতের জন্য এক নাটকীয় ও অন্ধকার মোড় আনতে চলেছে।
ফিনিক্সের ডায়েরি ১, বাংলা ন্যু রক ঘরানাকে প্রতিষ্ঠা করেছিল যা স্পটিফাই দ্বারা আনুষ্ঠানিকভাবে স্বীকৃত। অর্থহীনের নতুন এই অ্যালবামটি তীব্র ক্ষোভ এবং প্রতিশোধের গল্প তুলে ধরার পাশাপাশি সঙ্গীতের সীমানা ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। যেখানে প্রথম অ্যালবামে ফিনিক্সের সহনশীলতা এবং পুনর্জন্মের চিত্র ছিল, সেখানে ফিনিক্সের ডায়েরি ২-এ চরিত্রটি চরম ক্ষতির পর প্রতিশোধের আগুনে দগ্ধ হয়ে আশার প্রতীক থেকে ধ্বংসের প্রতিমূর্তিতে রূপান্তরিত হয়। ব্যান্ড প্রতিশ্রুতি দিচ্ছে যে, এই অ্যালবামটি হবে পূর্বের চেয়েও অন্ধকার, আরও তীব্র এবং সঙ্গীতগতভাবে আরও সমৃদ্ধ।

আজ ঢাকার একটি সুখ্যাত রেস্তোরায়, অর্থহীন তাদের নতুন এই অ্যালবামের বিশ্বব্যাপী আনুষ্ঠানিক মুক্তির তারিখ ঘোষণা করতে এবং ভক্তদের জন্য একটি এক্সক্লুসিভ গোপন লিসেনিং পার্টির বিস্তারিত জানাতে গণমাধ্যম কর্মীদের সাথে মিলিত হয়। অনুষ্ঠানে জানানো হয়, ফিনিক্সের ডায়েরি ২ অ্যালবামটি আগামী ১৭ই অক্টোবর ২০২৫ ইউটিউব মিউজিক, স্পটিফাই, অ্যাপল মিউজিক, টাইডাল, কোবাজ সহ সকল প্রধান স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তি পাবে। এছাড়া, অর্থহীন ব্যান্ড ‘অদ্ভুত’ নামে পরিচিত নিবেদিত ভক্তদের জন্য একটি অত্যন্ত গোপন ও বিশেষ অনুষ্ঠান সিক্রেট লিসেনিং পার্টি ঘোষণা করেছে যা আগামী ১০ই অক্টোবর ২০২৫ সালে অনুষ্ঠিত হবে। ‘ফিনিক্সের ডায়েরি ২’ অ্যালবামের একটি গান ‘উন্মাদ’ গত ২ অক্টোবর ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে, যা পরবর্তীতে দেয়া লিঙ্ক-এ ক্লিক করে শুনতে পাবেন https://www.youtube.com/watch?v=BuzPfe2Gezk
অর্থহীন ব্যান্ড তাদের অ্যালবাম মুক্তি এবং সংশ্লিষ্ট ইভেন্টগুলোতে মার্সিডিজ-বেঞ্জ বাংলাদেশ এর পৃষ্ঠপোষকতা, শেল, ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স লিমিটেড, গেট সেট রক, ভার্স ইমেজিন এর সহযোগিতা এবং হেভি মেটাল টি-শার্ট, মিউজিক ক্যাসেল, এসপি রিদম, স্কাইফল, টিউন অ্যান্ড বাইট মিউজিক ক্যাফে, ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড, কুল এক্সপোজার এর অংশিদারিত্বের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
এই অ্যালবামটি তে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গ্র্যামি নমিনি গিটারিস্ট ফ্র্যাঙ্ক গ্যামবালি; মাইক স্টারন ও পল সায়মন খ্যাত স্যাক্সোফোন প্লেয়ার বব ফ্র্যাঙ্কেসচিনি; স্নুপ ডগ, স্টিভি ওয়ান্ডার, ডক্টর ড্রে খ্যাত বেইস প্লেয়ার বাবি লুইস এবং বেইসবাবা সুমনের পুত্র আহনাফ এর সাথে বেশ কিছু কোলাবোরাশন থাকবে। অ্যালবামটি সঙ্গীত পরিচালক ও শিল্পী এ কে রাতুল-এর স্মৃতির প্রতি উৎসর্গীকৃত। সংবাদ প্রকাশঃ ০৭-১০-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন