মনোহরগঞ্জ – লাকসাম সড়ক মরণ ফাঁদ – খানাখন্দে ভরা -সড়কে সীমাহীন দুর্ভোগ

সিটিভি নিউজ।। আবদুর রহিম মনোহরগঞ্জ ( কুমিল্লা) প্রতিনিধি ==================
কুমিল্লার মনোহরগঞ্জ-লাকসাম দুই উপজেলার ১১ কিলোমিটার সড়ক (মনোহরগঞ্জ – আশিরপাড়)৪ কিলোমিটার এলাকায় সড়ক খানাখন্দে ভরে গেছে। পৃথক স্থানে সড়কের আশিরপাড় – মনোহরগঞ্জ অংশে তৈরি হয়েছে অসংখ্য বড়-বড় গর্ত। একটু বৃষ্টি হলেই পানি জমে শুরু হয় সীমাহীন দুর্ভোগ। বন্যার ক্ষত সংস্কারের অভাবে ৬ বছর ধরে দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারী, বিভিন্ন গন্তব্যের যাত্রী, যানবাহন, চালক ও সাধারণ মানুষকে।দীর্ঘদিন ধরে স্থানীয় লোকজন সড়কের মনোহরগঞ্জ – আশিরপাড় ওই অংশ সংস্কারের দাবি জানালেও কোনো ব্যবস্থা নিচ্ছে না কর্তৃপক্ষ।(মনোহরগঞ্জ- আশিরপাড়) ৪ কিলোমিটার সড়ক সংস্কার কাজের জন্য ৮,৬১,৯৪,৫৯৪, টাকা বরাদ্দ হয় । ঠিকাদার সৈয়দ আলী বিল্ডার্স এন্ড ইঞ্জিনিয়ার্স কাজনেন। তিনি কাজ না করে পালিয়ে যান । যানবাহনের কয়েকজন চালক জানালেন, বিশেষ করে মনোহরগঞ্জ বজার-সংলগ্ন স্থান থেকে আশিরপাড় অংশের অবস্থা খুবই খারাপ। সংস্কারের অভাবে দিন দিন এসব খানাখন্দ গাড়ির চাকার চাপে ভাঙতে ভাঙতে বড় – বড় গর্ত হচ্ছে ।এ সড়কে চলাচলকারী সি এনজি চালক মোঃ হনিফ, রাজ্জাক, খোরশেদ, লেয়াকত, নুরুল ইসলাম বলেন, ভোর থেকে গভীর রাত পর্যন্ত এই সড়ক দিয়ে যানবাহন চলাচল করে। টানা ৫/৬ বছর হয়ে গেল এখন পর্যন্ত কেউ গর্তগুলো ভরাট করার কাজ করছেন না,এ সড়ক দিয়ে প্রতিদিন সিএনজি, অটো রিক্স ভারী যানবাহন চলাচল করে। সরেজমিনে দেখা যায়, সড়কে গর্তে কাদা পানি থইথই করছে। এর মধ্যেই চলছে বিভিন্ন যানবাহন। বৃষ্টির পানি জমায় গাড়ি চলছে ধীরে। লোকজন যে আশপাশ দিয়ে হাঁটবেন, তারও কোনো উপায় নেই।মিন্টু নামের এক ব্যক্তির দোকানের সামনে পরপর কয়েকটি ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে যায়। নারী-শিশুসহ বিভিন্ন যাত্রীরা চিৎকার-চেঁচামেচি শুরু করেন। পরে স্থানীয় লোকজন এসে তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।খানাখন্দে ভরা সড়কের ছবি তুলতে গেলে গোয়ালীয়ারা গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর আলম আক্ষেপ করে বলেন, ‘ছবি তুলে ভিডিও কোনো লাভ নেই। অনেকেই শুধু শুধু ছবি তুলে নিয়ে যান। রাস্তা মেরামতের কোনো কাজ হয় না। কিছু ইট-সুরকি ফেলে রাখলেও তো চলাচল করা যেত।’রশিদপুর গ্রামের সমাজসেবক আবুল বাশার বলেন, সড়কের গর্তে গাড়ি আটকে উল্টে যায়, যাত্রীরা আহত হন, হাত, পাও,মাথা ফাটা অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। মেসার্স গ্রীণ বাংলা ইলেক্ট্রনিক্স এক্সক্লুসিভ ডিলার ওয়ালটন লিঃএর প্রোপ্রাইটর, জি,এম আহসান উল্যাহ বলেন- এ সড়ক লাকসাম , কুমিল্লা, ঢাকা, চট্রগ্রাম, নোয়াখালী, চাঁদপুর, শাহারাস্তি, হাজীগঞ্জ, লক্ষ্মীপুরের রায়পুর,চাটখিল, হাসনাবাদ, পশ্চিম, দক্ষিণ, অঞ্চলের লোকজন নিয়মিত যাতায়াত করেন। সড়কের গর্তেপড়ে চাকা আটকে ও ধাক্কা লেগে প্রায়ই গাড়ি নষ্ট হয়এবং যাত্রী দুর্ঘটনার শিকার হয়,কুমিল্লা, ঢাকা, চট্রগ্রাম থেকে মালামাল আনতে নিয়মের চেয়ে অতিরিক্ত টাকা ভাড়া দিতে হয়। হাটিরপাড় গ্রামের বাসিন্দা গৃহবধূ মারজাহান আক্তারের ভাষ্য, ভাঙা সড়ক দিয়ে অসুস্থ মানুষকে, বিশেষ করে অন্তঃসত্ত্বা নারীকে হাসপাতালে নেওয়ার পথে আরও অসুস্থ হয়ে পড়ে সড়কটি সংস্কারের দাবি করেন তিনি ।এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রকৌশলী মোঃ শাহ আলম বলেন- আমরা এ সড়ক টি নিয়ে সিদ্ধান্ত নিয়েছি ঠিকাদারকে বলে সপ্তাহ ১০ দিনের মধ্যে কাজ শুরু করা হবে। উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভীন রুহি বলেন -আমি ইঞ্জিনিয়ার কে বলেছি গর্তগুলি ভরাট করে দেওয়ার জন্য এবং শিগ্রি সড়কের কাজ শুরু করার জন্য । সংবাদ প্রকাশঃ ২৭-০৬-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন