নিজেকে নবী দাবী করা সেই মমিন মিয়াকে গ্রেফতার করে বিপাকে পুলিশ!

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার, দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/================
কুমিল্লার দেবীদ্বারে নিজেকে নবী দাবী করা সেই মমিন মিয়াকে গ্রেফতার করে বিপাকে পড়েছেন পুলিশ। নবী দাবী করা মমিন মিয়ার বিরুদ্ধে ধর্ম অবমাননায় কেউ বাদী হয়ে মামলা করতে রাজী হচ্ছেন না।
মো. মমিন মিয়া দেবীদ্বার পৌর এলাকার দক্ষিণ ভিংলাবাড়ি গ্রামের মৃত আব্দুর রশিদ ম্বোরের ছেলে।
পরিবারের লোকজন বলছেন, মমিন মিয়া মানষিক রোগী। মমিনের মা’ লায়লা বেগম জানান, আমার ৩ ছেলের ২ জন বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছে। আর মমিন মানষিক রোগী হওয়ায় মালয়েশিয়ার পাঠাইনি। দেশে ব্যবসা দিয়ে বসিয়ে রেখেছি। বিয়েটা পর্যন্ত করাতে পারিনি। সে বর্তমানে মানষিক ভারসম্যহীন হয়ে নিজেকে নবী দাবী করছে।
স্থানীয়রা বলছেন, গত ১৫/২০ দিন ধরে মমিন নিজেকে ‘নবী’ দাবী করে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খৃষ্টানসহ সকল ধর্মের মানুষদের তার নবিয়তীর আনুগত্য লাভের আহবান করছেন।
নিজেকে নবী দাবী করা মো. মমিন মিয়া বলেন, সবাই তার কলেমা “লা-ইলাহা-ইল্লাল্লাহু মমিনুল্লাহ” পড়ে আল্লাহর নৈকট্য লাভ করতে।
তিনি আরো বলেন, আমি আরশে আজিম ঘুরে এসেছি, আল্লাহর সাথে দেখা হয়েছে। আল্লাহ আমার শানে কিছু দিনের মধ্যেই কিতাব নাজিল করবেন।
স্থানীয়রা আরো জানান, দক্ষিণ ভিংলাবাড়ি গ্রামের মৃত: আব্দুর রশিদ মেম্বারের পরিবারে স্ত্রী, ৩ পুত্র ও ২ কণ্যা রয়েছে। এদের মধ্যে মো. শাহজাহান(৫৫), মো. হুমায়ুন(৪৩) মো. মমিন মিয়া (৪০) সবাই মালয়েশিয়া প্রবাসী। মমিন মিয়া ২০১০ সালে মালয়েশিয়ায় প্রবাস জীবন শেষ করে ২০২০ সালে দেশে এসে আর যাননি। বাকী ২ ভাই মালয়েশিয়ায় থাকেন। দেশে এসে মমিন প্রথমে মোরগের ফার্ম দেয়, ব্যবসায় মার খেয়ে কাপড়ের ব্যবসা শুরু করেন। তাতেও লাভের মুখ দেখেননি। সর্বশেষ তিনি মূদী মালের দোকান দিয়ে ব্যবসা শুরু করেন। এরই মধ্যে তিনি নবুয়তী পাবার দাবী করে তার আনুগত্য স্বীকার করতে সকল ধর্মের লোকদের আহবান জানাতে থাকেন।
মঙ্গলবার (২৪ জুন) রাতে নিজেকে নবী দাবী করা মো. মমিন মিয়ার বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। এ নিয়ে ধর্মপ্রাণ মুসুল্লীদের মধ্যে চরম ক্ষোভ দেখা দেয়। বিষয়টি প্রশাসনের নজরে আসলে দ্রুত মমিনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
বিষয়টি স্পর্শকাতর হওয়ায় উপজেলার সকল ইমামদের নিয়ে জরুরী বৈঠক করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসনাত খাঁন। বুধবার (২৫ জুন) সকাল ৯টায় স্থানীয় মডেল মসজিদে সকল ইমাম, মোয়াজ্জেমদের এ বিষয়ে কোন ধরনের সহিংসতা না করা হয়, সে ব্যাপারে সকলকে সকলকে সতর্ক থাকার পরামর্শ দেন। এমনকি এ বিষয়টি নিয়ে বুধবার উপজেলা আইনশৃংখলা সভায়ও বিস্তারিত আলোচনা হয়।
দেবীদ্বার সার্কেল’র সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. শহীন বলেন, মমিন মিয়া নিজেকে নবী দাবী করার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে, তাকে দ্রুত গ্রেফতার করা হয়। সে মানষিক রোগী হলে, সেটি ডাক্তারী পরীক্ষার বিষয়। আমরা তাৎক্ষনিক ব্যাবস্থা নিচ্ছি, তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।
দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ বলেন, মমিনকে গ্রেফতার করে ধর্ম অবমাননায় তার বিরুদ্ধে বাদী হয়ে কেউ মামলা দায়ের করতে রাজী হচ্ছেনা। তবে ইসলামী আন্দোলনের দেবীদ্বার উপজেলা কমিটির উপদেষ্টা এটিএম সাইফুল ইসলাম মাসুম বাদী হতে রাজী হয়েছেন। উর্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে আজ রাতের মধ্যেই মামলা দায়ের করা হবে।
ছবির ক্যাপশনঃ দেবীদ্বারে নিজেকে নবী দাবী করা সেই মমিন মিয়ার ভাইরাল হওয়া ভিডিও থেকে স্ক্রিনশর্ট এ সংগৃহীত ছবি। সংবাদ প্রকাশঃ ২৫-০৬-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=