কুমিল্লা শিক্ষাবোর্ডের আয়োজনে আন্তঃকলেজ সাঁতার প্রতিযোগিতা- ২০২৫ উদ্বোধন

সিটিভি নিউজ।। নেকবর হোসেন। কুমিল্লা প্রতিনিধি=============
নৈপুন্যে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যেকে সামনে রেখে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড আয়োজিত আন্তঃকলেজ সাঁতার প্রতিযোগিতা- ২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে ১২টি কলেজের ৯২ জন ছাএ প্রতিযোগি অংশ নেয়।

অনুষ্ঠানের অতিথিদের ফুলের শুভেচ্ছা দিয়ে সম্মাননা প্রদান করা হয়। পরে জাতীয় সংগীত পরিবেশনার মধ্যদিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
রবিবার (২২জুন ) নগরীর বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম সুইমিংপুল আন্তঃকলেজ সাঁতার প্রতিযোগিতার উদ্বোধন করেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ শামসুল ইসলাম।

উদ্বোধনকালে তিনি বলেন,গোটা বিশ্বের সাথে তাল-মিলিয়ে আমাদের সন্তানদের সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। যারা আজকে সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। প্রতিযোগিতা তারা যদি ফিজিক্যাল ফিট না হয় তাহলে তারা স্মার্ট হতে বিনির্মান করতে পারবেনা। তাই তোমাদের ফিজিক্যাল ফিট হতে হবে ,শিক্ষা- দিক্ষায় ফিট হতে হবে, খেলাধুলায় ফিট হতে হবে।
তিনি সাঁতার প্রতিযোগিতা উদ্বোধন শেষে সকল অংশগ্রহনকারী শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন।

উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর নুরুন্নবী আলম সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের সচিব প্রফেসর খোন্দকার মোহাম্মাদ সাদেকুর ইসলাম, কুমিল্লা শিক্ষাবোর্ডের উপ-সচিব (একাডেমি) ও ক্রীড়া কর্মকর্তা মোহাম্মদ সাফায়েত মিয়া।

অনুষ্ঠানটিতে মনোমুগ্ধকর উপস্থাপনায় ছিলেন আবুল হাসনাত বাবুল, বদরুল হুদা জেনু।

একই দিনে বিকেলের পর্বে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করেন উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের উপ-সচিব (একাডেমি) ও ক্রীড়া কর্মকর্তা মোহাম্মদ সাফায়েত মিয়া। সংবাদ প্রকাশঃ ২২-০৬-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন