ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন আহত সাজ্জাতের এখনো জ্ঞান ফেরেনি দেবীদ্বারে কিশোরগ্যাং’র ২ সদস্য হাসান ও সায়মন আটক

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার ঃ দেবীদ্বার (কুমিল্লা) থেকে/=======================
কুমিল্লার দেবীদ্বারে কিশোর গ্যাং কর্তৃক চাপাতির উপুর্যপুরি কুপের আঘাতে আহত মো. সাজ্জাত হোসেন সৌরভ(২১)’র এখনো জ্ঞান ফিরে আসেনি বলে জানিয়েছেন তার পিতা সাব্বির হোসেন ছবির(৪২)।
ওই ঘটনায় পুত্রকে কুপিয়ে হত্যার চেষ্টার অভিযোগ এনে সাব্বির হোসেন ছবির বাদী হয়ে শুক্রবার (১৩ জুন) দুপুরে দেবীদ্বার থানায় ৮ জনকে এজহার নামীয় এবং অজ্ঞাতনামা আরো ১৪/১৫ জনসহ ২৩ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেছেন।
এজহার নামীয় অভিযুক্তরা হলেন, দেবীদ্বার ওমান কাসেমের বাড়ির ভাড়াটিয়া, উপজেলার মহেশপুর গ্রামের মো. বাদল মিয়ার পুত্র মো. ফাহিম(২০), দেবীদ্বার পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্নের ভাড়াটিয়া ও ঘোষঘর গ্রামের মো. সুলতান মিয়ার পুত্র মো. নাঈম(২০), দেবীদ্বার পৌর এলাকার পোনরা (উঃ পাড়া) গ্রামের মো. আব্দুস সালামের পুত্র মো. হাসান(১৯), ভূষণা গ্রামের বিল্লাল হোসেনের পুত্র মো. সায়মন(২১), বারেরা চানগাজী বাড়ির ভাড়াটিয়া ও ব্রাক্ষণপাড়া উপজেলার টাকই গ্রামের মো. সাইফুল ইসলামের পুত্র আবু ইউছুফ(২০), মাছের আরতের কর্মচারী ও দেবীদ্বার পুরাতন বাজারের পিতা অজ্ঞাত, আশরাফুর ইসলাম(২০), ভূষণা গ্রামের খান বাড়ির হুমায়ুন কবিরের পুত্র রাহাত(২০), পোনরা গ্রামের উত্তর পাড়ার কামরুল হাসানের পুত্র মো. মারুফ(২০)।
পুলিশ হামলার পর গত রাতেই অভিযান চালিয়ে সাজ্জাতের উপর হামলার অভিযোগে দেবীদ্বার পৌর এলাকার পোনরা (উঃ পাড়া) গ্রামের মো. আব্দুস সালামের পুত্র মো. হাসান(১৯) ও ভূষণা গ্রামের বিল্লাল হোসেনের পুত্র মো. সায়মন(২১)কে গ্রেফতার করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, সাজ্জাত এক কিশোরীকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করে। বিয়েটা স্থায়ী হয়নি। উভয়ের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়। এরই মধ্যে দেবীদ্বার ওমান কাসেমের বাড়ির ভাড়াটিয়া, উপজেলার মহেশপুর গ্রামের মো. বাদল মিয়ার পুত্র মো. ফাহিম(২০) নামে এক কিশোর ওই কিশোরীর সাথে প্রেমে জড়িয়ে যায়।
এঘটনায় কিশোরীর সাবেক স্বামী সাজ্জাদ প্রতিবন্ধকতা সৃষ্টি করায়, ফাহিম ও নাহিমের নেতৃত্বে ১৮/২০ জনের একটি সংঘবদ্ধ দল বৃহস্পতিবার (১২ জুন) রাত ১০টায় চান্দিনা রোডের মোল্লাবাড়ির ক্যাডেট স্কুলের গলির গিয়াস উদ্দিনের ‘ভাই ভাই’ ষ্টোর্স থেকে সাজ্জাতকে ডেকে আনে। পরে সিএনজি ষ্ট্যাশনে নিয়ে চাপাতি দিয়ে উপর্যুপুরি কুপিয়ে তাকে মারাত্মক আহত করে।
আহত সাজ্জাত দেবীদ্বার পৌর এলাকার ছোট আলমপুর গ্রামের খলিফা বাড়ির সাব্বির হোসেন ছবির’র ছেলে।
এ ব্যাপারে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান, কিশোর গ্যাং এর হামলার ঘটনাটি ছিল প্রেমের ঘটনা। আহত সাজ্জাত একটি মেয়ের সাথে প্রেম করত, শুনেছি ওই মেয়েকে বিয়েও করেছিল। পরে ছারাছারি হলে, ফাহিম ওই মেয়ের সাথে প্রেমে জড়িয়ে পড়ে। সাজ্জাত এতে বাঁধ সাদলে এ হামলার ঘটনা ঘটে। এ ব্যপারে সাজ্জাতের পিতা সাব্বির হোসেন ছবির বাদী হয়ে মামলা করেন। হামলার অভিযোগে ২ জনকে আটক করা হয়েছে।

ছবির ক্যাপশন ঃ দেবীদ্বারে সাজ্জাতকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টার অভিযোগে আটক কিশোর গ্যাং’র সদস্য হাসান(১৯) ও সায়মন(২১), ছবি সংগৃহীত।
সংবাদ প্রকাশঃ ১৩-০৬-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন