
সিটিভি নিউজ।। মোহাম্মদ আককাস আলী : সংবাদদাতা জানান ===দীর্ঘদিন থেকে হার্টের রোগে আক্রান্ত হয়ে বিছনায় কাতরাচ্ছে কবি মারিয়া নূর। অর্থের অভাবে পারছে না হার্টের চিকিৎসা করতে। তাঁর হার্টে ৩টি ব্লক ধরা পড়েছে। টাকার অভাবে পারছে না উন্নত চিকিৎসা নিতে। সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে অসুস্থ কবি মারিয়া নূরের পাশে থাকার আকুল আবেদন করেন বরেন্দ্র সাহিত্য-সংস্কৃতি পরিষদের প্রতিষ্ঠাতা ও পরিচালক কবি মোহাম্মদ আককাস আলী। কবি মারিয়া নূরের বাড়ি নওগাঁ জেলার নজিপুরে। উচ্ছ্বল, প্রাণবন্ত ও ডানপিটে কবির জীবন যেন থেমে গেছে।
তিনি সমাজ সংস্কারের উন্নয়নে লিখতেন কবিতা,গল্প করতেন আবৃত্তিও। তাঁর কবিতাগ্রন্থ ‘ পংক্তিতে জীবন খুঁজি’। কোথাও কোন সাহিত্যের প্রোগ্রামের দাওয়াত পেলেই তিনি ছুটে যেতেন। হোক না খাগড়াছড়ির মতো দূরদূরান্তরে।
আজীবন দারিদ্রের সাথে লড়তে থাকা কবি মারিয়া নূর এখন জীবন বাঁচাতে মৃত্যুর সঙ্গে পাঁঞ্জা লড়ছেন। আছে ডায়াবেটিসের মতো জটিল রোগ। এখন অধিকাংশ সময় বাড়ি ও হাসপাতালের বিছানায় কখনও চেতন কখনও জ্ঞানশূন্য অবস্থায় পড়ে থা্কতে হয় তাঁকে। স্বামী খরচের টাকা এখন আর দিতে পারছেন না। পাশে থাকে কেবল ছোট মেয়ে। নেই খাবার ও ঔষধ কেনার টাকাও। মায়ের চিন্তায় মেয়েটাও পাগলপ্রায়। ডাক্তার বলেছেন, কবি মারিয়া নূরের শরীরে দ্রুত সার্জারী করতে হবে। খরচ হবে কমপক্ষে ৫ লক্ষ টাকা। এখন তাঁর পক্ষে পাঁচ হাজার টাকা জোগাড় করারও ক্ষমতা নেই।
দেশ বিদেশের সকল বন্ধু-বান্ধব কবি লেখকদের নিকট আকুল আবেদন একজন দারিদ্র্য কবির পাশে এসে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে তাঁকে সুস্থ করুন এবং তাঁর প্রতিভাকে জাগিয়ে তোলা আহ্বান জানান সচেতন মহল।
কবি মারিয়া নূরকে সাহায্য করার জন্য নিজস্ব বিকাশ/ নগদ/ রকেট নাম্বার 01752169990. এই নম্বরে ফোন দিয়ে তাঁর খোঁজ খবর নিতে পারবেন আপনারা। আসুন বন্ধুরা মারিয়া নূরের জন্য একটু সাহায্যের হাত বাড়াই। সংবাদ প্রকাশঃ ০৯-০৪-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=