বুড়িচংয়ে ভারেল্লা বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ১৪টি দোকান পুড়ে ছাই,নিঃস্ব ব্যবসায়ীরা

সিটিভি নিউজ।। সৌরভ মাহমুদ হারুন ব্রাহ্মণপাড়া(কুমিল্লা) প্রতিনিধি।=====
কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন এর ঐতিহ্য বাহী ভারেল্লা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪টি দোকান ও মালামাল পুড়ে ছাই হওয়ার খবর পাওয়া গেছে। এতে নগদ টাকা মালামাল সহ ৭০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাতের ঘটনা ঘটেছে।

২৯ মার্চ শনিবার রাত সাড়ে ৮ টায় দিকে ভারেল্লা বাজার নজরুল ইসলামের জুতা দোকানের পিছনে আবুল বাশার টেইলার্সের এরান্না ঘর থেকে সিলিন্ডারের বিস্ফারিত আগুনের সূত্রপাত হয় ও ঘটনাটি ঘটে। আগুন নিয়ন্ত্রণে চান্দিনা ও বুড়িচং উপজেলার ফায়ার সার্ভিসের ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট স্থানীয় লোকজন চেষ্টা চালিয়ে এক ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়দের কাছ থেকে জানা,উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের ভারেল্লা বাজারে শনিবার রাতে দিকে নজরুল ইসলামের জুতা দোকানের পিছনে একটি ঘর থেকে সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত হয় এবং আগুনের লেলিহান শিখা পার্শ্ববর্তী দোকানে সহ চার দিকে ছড়িয়ে পড়ে এবং প্রায় ১৪টি দোকান নগদ টাকা ও মালামাল পুড়ে যায়।স্থানীয় যুবক বিল্লাল হোসেন সেন্টু জানায়,আগুন লেগে দোকান পুড়েছে অরুন মিয়াজীর চা দোকান,মদিনা থাই এ্যালমুনিয়াম, ইলেক্ট্রনিক দোকান , বাসার টেইলার্স কাপড়ের দোকান,ডা.রেহান উদ্দিনের হোমিওপ্যাথিক দোকান,জামাল হার্ডওয়্যার দোকান,নজরুল ইসলামের জুতা দোকান,আক্তারের সারের ডিলার দোকান,ডাক্তার শরিফের দোকান,ডা.রৌশনের দোকান,ডা. রহিম এর দোকান,জাহাঙ্গীরের সারের দোকান, সোলমানের চাউল দোকান, খোরশেদের পান দোকান, ছাব্বিরের অটোরিকশা দোকান সহ অন্যান্যদের দোকান পুড়ে প্রায় কোটি টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয়রা আরও জানায়,একদিন পরে পবিত্র ঈদ-উল-ফিতর। সবার দোকানে মালামাল পরিপূর্ণ ছিলো। আজ পুড়ে সব ছাই হয়ে গেছে। অনেক ব্যবসায়ীরা নিঃস্ব হয়ে গেছেন।এসময় তারা সকলের সহযোগীতা কামনা করেন।

বুড়িচং ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা কফিল উদ্দিন কালের কণ্ঠকে জানান, অগ্নিকাণ্ডের খবর শুনে তিনি ৩টি ইউনিট নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। মালামাল ক্ষতির পরিমাণ আগুন নিয়ন্ত্রণের পর বলা যাবে।

বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তার কালের কণ্ঠকে জানায়,আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসকে অবগত করেন এবং তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে।ঘটনাস্থল সকালের দিকে পরিদর্শন করবেন এবং ক্ষতিগ্রস্তদের বিভিন্ন সাহায্যের আশ্বাস প্রদান করেন।
সংবাদ প্রকাশঃ ৩০-০৩-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন