
সিটিভি নিউজ।। এম ফয়জুল ইসলাম ফয়সাল, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক কুমিল্লার মুরাদনগর উপজেলার ধামঘর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ মার্চ) পরমতলা ঈদগাহ জামে মসজিদে আয়োজিত এই মাহফিলে জামায়াত নেতৃবৃন্দ ইসলাম প্রতিষ্ঠার আহ্বান জানান।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য মাওলানা মিজানুর রহমান আতিকী। প্রধান মেহমান ছিলেন মুরাদনগর উপজেলা আমীর মাওলানা আবু নছর মোহাম্মদ ইলইয়াছ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত নেতা সাবকে উপজেলা পরিষদ চেয়ারম্যান ইউছুফ হাকিম সোহেল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের সূরা সদস্য ও ৬ নম্বর ওয়ার্ড আমীর এম আল-আমীন এবং সঞ্চালনা করেন ধামঘর ইউনিয়নের আমীর মাওলানা খন্দকার আব্দুল আউয়াল। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মুরাদনগর দক্ষিণের সভাপতি মাসুদ রানা, পরমতলা ইদ্রিসিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা জাকারিয়া, মাদ্রাসা শিক্ষক হাফেজ নাছির উদ্দীন, মাওলানা আব্দুল হান্নান, পরমতলা ফাজিল মাদ্রাসার সাবেক শিক্ষক আনিছ, ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি আবুল কালামসহ স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ।
বক্তারা মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, রোজা আল্লাহর সন্তুষ্টির জন্য পালন করা হয় এবং তিনিই এর প্রতিদান দেবেন। তারা ব্যক্তি, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠার আহ্বান জানান এবং কোরআনসম্মত সমাজ প্রতিষ্ঠায় আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রতি সমর্থন দেওয়ার অনুরোধ করেন।
ইফতার মাহফিলে প্রায় ছয় শতাধিক রোজাদার অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে মাওলানা জাকারিয়া দোয়া ও মোনাজাত পরিচালনা করেন এবং উপস্থিত সবার মাঝে ইফতার বিতরণ করা হয়। সংবাদ প্রকাশঃ ১৮-০৩-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=