
সিটিভি নিউজ।। আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উপলক্ষে আগামীকাল ৮মার্চ কুমিল্লায় নানা কর্মসূচী পালনের মধ্যদিয়ে দিনটি পালন করবে নারী সমাজ। এবছর সকালে র্যালীর কর্মসূচী বাতিল করা হয়েছে।তবে আলোচনা ,নারীদের সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান পালিত হবে বলে জানিয়েছেন সম্মিলিত নারী ফোরাম,কুমিল্লার সহ সভাপতি ও এইড কুমিল্লার নির্ব াহী পারিচালক রোকেয়া বেগম শেফালী। এই উপলক্ষে ৭ মার্চ সকালে কুমিল্লা প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে আগামীকাল ৮মার্চ আন্তর্জাতিক নারী দিবসের কুমিল্লায় নানা কর্মসূচী ঘোষনা করা হয়। সাংবাদিক সম্মেলনে আরো বক্তব্য রাখেন সম্মিলিত নারী ফোরাম,কুমিল্লার অর্থ সম্পাদক ও প্রত্যয় উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মাহামুদা আক্তার, সৃষ্টি সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক ছালমা আক্তার, নাসরিন আক্তার নির্বাহী পরিচালক পল্লী উন্নয়ন পরিষদ, পেইজ ডেভেলাপমেন্ট সোসাইটর নির্বাহী পরিচালক মোঃ ইউনুস। এই উপলক্ষে ঘোষণাপত্র পাঠ করেন সম্মিলিত নারী ফোরাম,কুমিল্লার আহবায়ক ও আন্তর্জাতিক নারী দিবস কমিটি রোকেয়া বেগম শেফালী। ঘোষণাপত্রে বলেন,
বিশ্ব জুড়ে নারীর সম-অধিকার আদায়ের প্রত্যয় পুনর্ব্যক্ত করার দিন ৮ মার্চ, ‘আন্তর্জাতিক নারী দিবস’।
উপস্থিত সাংবাদিক ভাই-বোন এবং লিয় বন্ধু ও সাথীগণ,
আপনারা জানেন, দিবসটি অর্জনের পেছনে রয়েছে অনেক লড়াই-সংগ্রামের ইতিহাস।
১৮৫৭ সালের ৮ মার্চ, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের সেলাই কারখানার নারীশ্রমিকরা বিপদজনক ও অমানবিক কর্মপরিবেশ, স্বল্প মজুরী এবং দৈনিক ১২ ঘণ্টা শ্রমের বিরুদ্ধে একটি প্রতিবাদমিছিল বের করেন। তাদের এই শান্তিপূর্ণ মিছিলের ওপর পুলিশ হামলা চালায়। তিন বছর পরে ১৮৬০ সালের ৮ মার্চ, নিউ ইয়র্ক শহরের পোশাকশিল্প কারখানার নারীশ্রমিকরা সংঘবদ্ধ হয়ে তাদের দাবি আদায়ের লক্ষ্যে নিজস্ব ইউনিয়ন গঠনে সমর্থ হন। ১৯০৮ সালের ৮ মার্চ, আবারও নিউ ইয়র্ক শহরে একটি প্রতিবাদমিছিল বের হয়, যাতে পোশাকশিল্প কারখানার নারীশ্রমিকরা যোগ দেন। ৮ মার্চের এই ঘটনাধারার সম্মিলনের ফলে ১৯১০ সালে ডেনমার্কের কোপেনহেগেনে দ্বিতীয় আন্তর্জাতিক নারী সম্মেলনে জার্মান সমাজতান্ত্রিক নেত্রী ক্লারা জেটকিন- এর প্রস্তাব অনুসারে ঐ দিনটিকে ‘আন্তর্জাতিক নারী দিবস’ ঘোষণা করা হয়। ১৯৭৫ সালে দিবসটিকে জাতিসংঘ আন্তর্জাতিক স্বীকৃতি প্রদান করে এবং দিবসটি পালনের জন্য রাষ্ট্রসমূহকে আহ্বান জানায়। এরপর থেকে সারা বিশ্ব জুড়েই নারীর সম-অধিকার আদায়ের প্রত্যয় পুনর্ব্যক্ত করার জন্য দিবসটি পালিত হচ্ছে।
বাংলাদেশে ‘আন্তর্জাতিক নারী দিবস কমিটি’র আয়োজনে বিগত ৩৪ বছর ধরে একেকটি সুনির্দিষ্ট প্রতিপাদ্য নিয়ে আমরা দিবসটি পালন করছি। আমাদের এবারের প্রতিপাদ্য “আমাকে ছাড়া আমার বিষয়ে কোনো সিদ্ধান্ত নয়।”
আমাদের আবহমানকালের চর্চায় নারীর ব্যক্তিগত, যেমন: তার খাওয়াদাওয়া, চলাফেরা, পোশাকপরিচ্ছদ, খেলাধুলা, পড়ালেখা, চাকুরি বা পেশা, বিয়ে কিংবা বিয়েবিচ্ছেদ, আবাসনসহ তার জীবনের প্রায় সবকিছুর সিদ্ধান্তই নেয় তার অভিভাবক (অবশ্যই পুরুষ), পারিবার বা সমাজ। জাতীয় বা রাষ্ট্রীয় জীবনের সিদ্ধান্তগুলো গ্রহণের ক্ষেত্রে নারীর নিজের কার্যকর অংশগ্রহণ, মতামত প্রদান বা ভূমিকা রাখার তেমন কোন সুযোগই থাকে না, অর্থাৎ নারীর জীবনের প্রতিটি পর্যায়েই তার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করে থাকে অন্য কেউ। বলা যায়, তার উপরে সিদ্ধান্ত চাপিয়ে দেয়া হয় এবং ছলে-বলে-কৌশলে তা তাকে মানতে বাধ্য করা হয়। ধরেই নেয়া হয়, সিদ্ধান্ত গ্রহণের জন্য যথেষ্ট যোগ্যতা, অভিজ্ঞতা ও জ্ঞানবুদ্ধি নারীর নেই। নারী সর্বদা, সর্বত্র পুরুষের অধস্তন, অধীনন্ত। সে নিজে বা একা কোনোভাবেই একজন পরিপূর্ণ মানুষ নয়। জন্ম থেকে মৃত্যু অবধি তার জীবনের সবকিছু নিয়ন্ত্রণ করবে পুরুষ। এই পুরুষতান্ত্রিক চিন্তাধারা ও চর্চাপ্রসূত সিদ্ধান্ত, প্রথা, নিয়ম, আইন, বিধি-বিধান নারীর অগ্রগতি, এমনকি তার স্বাভাবিক জীবনযাত্রাকেও ব্যাহত করে। তা কেবল নারীর নয়, সমগ্র দেশ ও জাতির অগ্রযাত্রাকে বাধ্যগ্রপ্ত করে।
প্রিয় সাংবাদিক ভাই-বোনেরা,
নারীর মুক্তি, ক্ষমতায়ন ও অধিকার কেবল কাগজে, শ্লোগানে বা বক্তৃতায় থাকলে হবে না, এর প্রকৃত বাস্তবায়ন ঘটাতে হবে সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ পারিবারিক, সামাজিক এবং জাতীয় পর্যায়ের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি স্তরে জাতি-ধর্ম-বর্ণ-শ্রেণি, বয়স নির্বিশেষে সকল নারীর জন্য। নারীকে দিতে হবে একজন পরিপূর্ণ মানুষের সম্মান ও মর্যাদা। ঘরে, বাইরে, কর্মস্থলে, শিক্ষাপ্রতিষ্ঠানে যানবাহনে, পথচলায়, উন্মুক্ত অনুষ্ঠানাদিতে নারীর সার্বিক সুরক্ষা দিতে হবে। তার স্বাস্থ্য, শিক্ষা । এবং নিজের ও সন্তানের অভিভাবকত্বে সমান অধিকার দিতে হবে। সর্বোপরি, নারীকে ছাড়া কোনভাবেই নারীর বিষয়ে কোনরকম সিদ্ধান্ত নেয়া যাবে না, অর্থাৎ তার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের প্রতিটি পর্যায়ে তার সম্পূর্ণ অংশগ্রহণ এবং স্বাধীন মতামত প্রদানের অধিকার নিশ্চিত করতে হবে।
প্রিয় সাংবাদিক ভাই-বোনেরা,
সিদ্ধান্ত গ্রহণে নারীর সম্পূর্ণ অংশগ্রহণ ও স্বাধীন মতামত প্রদান নিশ্চিত করতে আমাদের দাবি।
১. নারীর উপর যেকোনো ধরনের সংঘবদ্ধ সহিংসতা বন্ধে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে
২. সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, দাপ্তরিক বা অধিকারভিত্তিক কমিটি, রাজনৈতিক দল ও ধর্মীয় প্রতিষ্ঠানে নারীর সমান উপস্থিতি ও কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে
৩. জুলাই অভ্যুত্থানের নারী সহযোদ্ধাদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে
৪. নারী, কন্যাশিশু, আদিবাসী, প্রতিবন্ধী, ধর্মীয় সংখ্যালঘু ও লিঙ্গবৈচিত্র্যময় জনগোষ্ঠীর বিরুদ্ধে জাতিগত, লিঙ্গভিত্তিক, সাম্প্রদায়িক ও গণসহিংসতা বন্ধ এবং মৌলবাদী ও উগ্রবাদী সংস্কৃতির বিস্তর রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে
৫. ধর্ষণ, যৌতুক, যৌননিপীড়ন ও উত্ত্যক্তকরণ এবং নারীর প্রতি সহিংসতাবিরোধী প্রচলিত আইনসমূহ নারীর বৈচিত্র্যময় জীবন ও বাস্তব অভিজ্ঞতার প্রেক্ষিতে সর্বোচ্চ স্বার্থ ও সম-অধিকার বিবেচনায় সংশোধন ও পরিমার্জন করতে হবে
৬. আদিবাসী, ধর্মীয় সংখ্যালঘু, প্রতিবন্ধী, গৃহকর্মী, গার্মেন্টস কর্মী এবং অন্যান্য অনানুষ্ঠানিক খাতে কর্মরত নারী ও প্রবাসী নারীদের সর্বোচ্চ স্বার্থ নিশ্চিত করতে হবে
৭. প্রতিবন্ধী নারীর জন্য গণপরিবহন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান ও বিচারব্যবস্থাকে সম্পূর্ণ প্রবেশগম্য করতে হবে এবং বিশেষ সহায়তা ও সুরক্ষা নিশ্চিত করতে হবে
৮. প্রতিটি জেলায় ভিকটিম সাপোর্ট সেন্টার, নারীসহায়তা ও তদন্ত বিভাগ, কাউন্সেলিং, সাইবার সাপোর্ট ও পুনর্বাসন ব্যবস্থা চালু করতে হবে
৯. সামাজিক যোগাযোগ মাধ্যমে বা ডিজিটাল প্ল্যাটফর্মে নারীবিদ্বেষী কার্যক্রম ও প্রচার নিষিদ্ধ করতে কঠোর সাইবার আইন প্রণয়ন ও প্রয়োগ নিশ্চিত করতে হবে
১০. নারীর প্রতি সহিংসতা বিরোধী আইন, নারীর অধিকার ও সহায়তা সংক্রান্ত সকল ব্যবস্থা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে হবে
১১. জাতীয় শিক্ষা কারিকুলামে বয়সভিত্তিক জেন্ডার সংবেদনশীলতা ও ইতিবাচক যৌনশিক্ষা
কার্যক্রম চালু করতে হবে।
প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা,
আজ ঢাকায় আন্তর্জাতিক নারী দিবস কমিটি এবং ঢাকার বাইরের ১৮টি জেলায় ‘দুর্বার নেটওয়ার্ক’ ও সহযোগী সংগঠনের মাধ্যমে একই কর্মসূচি করা হচ্ছে। আমাদের এই অনুষ্ঠানে আপনাদের উপস্থিতি ও সার্বিক সহযোগিতার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের প্রত্যাশা, বিগত দিনের মতো এবারও আপনাদের মাধ্যমে আমাদের বক্তব্য ও দাবিগুলো ব্যাপক জনগণসহ সংশ্লিষ্ট সকল মহলে পৌঁছে যাবে।
সংবাদ প্রকাশঃ ০৭-০৩-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=