Sunday, March 2, 2025
spot_img
More

    ঝুঁকিপূর্ণ বেইলি সেতুতে ভোগান্তি চরমে দ্রুত সংস্কারের দাবি

    ছবি ক্যাপশানঃ কুমিল্লার মুরাদনগরে গোমতী নদীর উপর নির্মিত ঝুকিপূর্ণ বেইলি ব্রিজের উপর ভারী যানবাহন চলাচল করায় সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট।

    সিটিভি নিউজ।। এম ফয়জুল ইসলাম ফয়সাল, মুরাদনগর(কুমিল্লা)প্রতিনিধিঃ
    কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার গোমতী নদীর উপর নির্মিত সেতুটি দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় রয়েছে। সেতুর বেহাল দশার কারণে প্রতিদিন হাজারো মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে। বিশেষ করে বর্ষা মৌসুমে সেতুটির দুই পাশে জলাবদ্ধতা সৃষ্টি হয়, যা পথচারী ও যানবাহনের চলাচলে মারাত্মক বাধা সৃষ্টি করে।

    স্থানীয়রা অভিযোগ করেছেন, ভারী যানবাহন চলাচলের উপযোগী নয় এই সেতুটি। যখনই কোনো ভারী যান সেতুর ওপর ওঠে, তখন অপর পাশের সব গাড়িকে অপেক্ষা করতে হয় দীর্ঘ সময়। ফলে প্রতিদিনই সৃষ্টি হয় ভয়াবহ যানজট। বিকল্প রাস্তার অভাবে মুরাদনগর এক্সপ্রেস ও ইলিয়টগঞ্জ এক্সপ্রেস বাস প্রতিদিন ব্রিজটি ব্যবহার করে তৈরী করছে দীর্ঘ যানজট। তাছাড়াও মালবাহী গাড়ী, বড় ট্রাক যাতায়াত করে ব্রিজটিতে৷ পূর্বে ব্রিজে নির্দিষ্ট ওজনের অতিরিক্ত ওজন হলে গাড়ী চলাচল নিষেধ থাকলেও বর্তমানে সেটি মানার বালাই নেই। যানজটে পরে নষ্ট হচ্ছে মানুষের মহামূল্যবান সময়। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থীরা সময়মতো শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছাতে পারে না, আর রোগীদের নিতে আসা অ্যাম্বুলেন্সগুলো আটকে থাকে দীর্ঘক্ষণ, যা অনেক ক্ষেত্রেই জীবন-মরণের প্রশ্ন হয়ে দাঁড়ায়।

    পতিত সরকার আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকার পরেও সুদৃষ্টি পরেনি সেতুটিতে। ফলে বছরের পর বছর মানুষের ভোগান্তির মাত্রা বেড়েছে। গত সংসদ নির্বাচনের পূর্বে ডিবিসি নিউজে সাক্ষাৎকারে বলেছিলেন ২০২৪সালের ডিসেম্বরে নতুন বিকল্প সেতুর কাজ ধরা হবে এবং ২০২৫ সালের আগেই নতুন সেতু উপহার দিবেন।সে প্রতিশ্রুতিও তার দেওয়া অন্যসব আশ্বাসের মতো ভঙ্গ হয়েছিল।

    এছাড়া সেতুর ভাঙা অংশের ফাঁকে প্রায়শই যানবাহনের চাকা আটকে যায় এবং পথচারীদেরও পা ফসকে দুর্ঘটনার শিকার হওয়ার ঘটনা ঘটছে। বিশেষজ্ঞরা বলছেন, সেতুর নিচের পিলারগুলোর ঢালাই ক্ষতিগ্রস্ত হয়েছে, যা যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে।

    এ অবস্থায় স্থানীয়দের দাবি, ছয়-সাতটি ইউনিয়নের কয়েক লক্ষাধিক মানুষের দৈনিক ব্যবহারের একমাত্র ব্রিজটিতে দ্রুত ভারী যানবাহনের চলাচল বন্ধ করতে হবে এবং জরুরি ভিত্তিতে সেতুটির সংস্কার কাজ শুরু করতে হবে। এলাকাবাসী একাধিকবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করলেও এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। দ্রুত পদক্ষেপ না নিলে এটি ভয়াবহ দুর্ঘটনার কারণ হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাই দেরি না করে দ্রুত এই গুরুত্বপূর্ণ সেতুটি সংস্কার করার দাবী জানিয়েছে এলাকাবাসী, যাতে জনদুর্ভোগ কমে এবং মুরাদনগরের মানুষের যাতায়াত নিরাপদ হয়। সংবাদ প্রকাশঃ ০১-০৩-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

    আরো সংবাদ পড়ুন

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -
    Google search engine

    সর্বশেষ সংবাদ

    Recent Comments