Sunday, February 23, 2025
spot_img
More

    কুমিল্লায় আদালতে প্রিএমসন মামলা চলমান অবস্থায় জমিতে মাটি ভরাট নিয়ে দু পরিবারে দ্বন্দ্ব

    সিটিভি নিউজ।। আমি আনোয়ার হোসেন পিতা মৃত- আঃ ছামাদ, সাং- ধনুয়াখলা, পোঃ শরৎনগর, থানা-কোতয়ালী মডেল, জেলা- কুমিল্লা। আমি একজন প্রবাসী। গত ৫মাস ধরে আমার প্রতিবেশী আমার উত্তোরাধিকারদের জমি নিয়ে আমাদের অজান্তে গোপনে কমদামে ক্রয় করে দখল করে মাটিভরাটের কাজ চালাচ্ছিল। এই নিয়ে আমাদের সাথে তাদের মনোমালিণ্যের সৃস্টি হয়। মাটি ভরাটে আমরা বারণ করলে বিরোধের সৃষ্টি হয়। এর পর এই নিয়ে আমরা কুমিল্লার আদলতে একটি প্রিএমসন মামলা নং ৭৯/২৪ করি। মামলাটি চলমান আছে। এর মধ্যে ঐ জমিতে বিবাদি হুমাউন কবির ও সাইফুল মিলে মাটি ভরার কাজ চালিয়ে যায়। আমরা পরবর্তি তে ১৪৫ ধারায় আরেকটি মালা করি মামলা নং ৪৭ /২৫। পরবর্তি তে পুলিশ এস আই ফিরোজ হুসাইন ঘটনাস্থল পরিদর্শন করে উভপক্ষকে এই জমিতে কোন কিছু না করার নোটিশ প্রদান করে। আমরা বাধা দিলে তারা আমাদের প্রতি ক্ষিপ্ত হয়ে গোপনে কুমিল্লার আদালতে একটি মিথ্যা বানোয়াট ঘটনা সাজিয়ে মামলা করে। এই খবর জানতে পেরে আমিসহ আমরা অবাক হয়েগেছি। এলাকাবাসি এই মামলার খবর শুনে বিস্মিত হয়েছেন অনেকে। কারণ এই ধরনের হামলার ঘটনা ঘটেনি। আমি এই মিথ্যা মামলাদায়েরে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এই মর্মে প্রতিবাদ লিপি জানাইতেছি যে/আমাদের গ্রামের ইসমাইল হোসেন স্বপন, আক্তার হোসেন, সুমন, হুমায়ূন কবির, সাইফুল ইসলাম, সর্ব পিতা-আলী আহম্মেদগণ এবং তাহাদের দলীয় ভূমি দস্যুগণ পরস্পর যোগসাজসে আমার সহোদর ছোট ভাইকে প্রলুব্দ করিয়া প্ররোচনা দিয়ে আমাদের পৈত্রিক তফসীলভুক্ত জেলা- কুমিল্লা, খানা- কুমিল্লা সদর, মৌজা- ধনুয়াখলা, আর এস ১৬৮, বিএস ১১৮নং খতিয়ান, আর এস দাগ ১৩১৩, হাল বিএস চূড়ান্ত ৪০৬৬ দাগে নাল মোয়াজে ১৪ (চৌদ্দ) শতক ভূমির আন্দরে ২(দুই) শতক ভূমি আমাদের হিস্যা বন্টননামা দলিল না হওয়া সত্ত্বেও আমার সহোদর ছোট ভাই দেলোয়ারকে ভুল বুঝাইয়া, ইসমাইল হোসেন স্বপন, আক্তার হোসেন, সুমনদের নামে দলিল করিয়া নিয়েছে এতফসীলভুক্ত জায়গা সংক্রান্তে উক্ত বিষয়ে বিজ্ঞ আদালতে পি আর মামলা নং ৪৭/২৫ ধারা ফৌঃ কাঃ বিঃ ১৪৫, তাং- ১৪/০১/২০২৫ ইং দায়ের করা হইয়াছে এবং যাহা বিজ্ঞ আদালতে বিচারাধীন। এরই জের ধরে উল্লেখিত হুমায়ূন কবির, সাইফুল ইসলাম বাদী হইয়া আমরা ৩ভাই আনোয়ার, মনির এবং দেলোয়ারদের বিরুদ্ধে বিজ্ঞা আদালতে সি আর মামলা ১৯৩/২৫ইং, ধারা-৪৪৭/৪৪৮/৩২৩/৩৮০/৩০৭/৫০৬(২)/৩৪ দঃ বিঃ দায়ের করে, যাহা অসত্য ও মিথ্যা এবং বানোয়াট মর্মে আমরা ধনুয়াখলা এলাকাবাসী ১। মোঃ অলি উল্লাহ অলি স্যার, পেশা-শিক্ষক, ২। মোঃ ফরিদ উদ্দিন, পেশা- মান্যগণ্য লোক, ৩। আঃ রাজ্জাক, পেশা- ব্যবসা, ৪। মনির হোসেন, পেশা- ব্যবসা, ৫। মাহবুবর আলম, পেশা- ব্যবসা, ৬। আবুল হাসেম, পেশা- প্রবাসী, ৭। আবুল কাশেম, পেশা- ব্যবসা, ৮। মোঃ সেলিম, পেশা- কৃষক, ৯। খোরশেদ আলম, পেশা- কৃষক, ১০। মোস্তফা কামাল, পেশা- গ্রাম প্রতিনিধি সহ সর্ব সাং ধনুয়াখলা, থানা- কোতয়ালী মডেল, জেলা- কুমিল্লাগং আনোয়ার গংদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলার তীব্র প্রতিবাদ করিতেছি। উক্ত ভূমি জোরপূর্বক দখল করিতে ব্যর্থ হয়ে কতেক মিথ্যা উক্তিতে আমার বিরুদ্ধে স্থানীয় একটি
    পত্রিকায় আমার বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করে আমার ও আমার পরিবারের মান সম্মান চরম ভাবে ক্ষুন্ন করিয়াছে। আমি এই ঘটনা ও সংবাদের প্রতিবাদ জানাচ্ছি। —নিবেদক আনোয়ার হোসেন পিতা আবদুস সামাদ,সাং ধনুয়াখোলা, কোতয়ালী কুমিল্লা। সংবাদ প্রকাশঃ ১১-০২-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

    আরো সংবাদ পড়ুন

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -
    Google search engine

    সর্বশেষ সংবাদ

    Recent Comments