করোনা: ঝালকাঠিতে সর্বোচ্চ নতুন শনাক্ত ২০ মোট আক্রান্ত১৪৫,মৃত্যু ৬

সিটিভি নিউজ।। নজরুল ইসলাম   ঝালকাঠি প্রতিনিধিঃ    ঝালকাঠিতে নতুন করে আরো ২০ ব্যক্তি নতুন করে করোনা ভাইরাসে শনাক্ত হয়েছেন। এদের মধ্যে রাজাপুর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মাহাজাবিন, নলছিটি হাসপাতালের ডাঃ জাবেদ ইগবাল ও সদর হাসপাতালের ডেন্টাল টেকনিসিয়ান জ্যোতিষ সিকদার রয়েছেন।
জেলা ভারপ্রাপ্ত সিভিল সার্জন আবুয়াল হাসান জানান, এ পর্যন্ত জেলায় মোট ১৪৫ জন করোনা রোগী সনাক্ত হয়েছে এবং ৬ জনের মৃত্যু হয়েছে।

প্রসঙ্গত, গত ১১ এপ্রিল ঝালকাঠি জেলা সদর উপজেলায় একই পরিবারের তিন জন করোনা ভাইরাসে প্রথম শনাক্ত হন। এরপর থেকেই জেলা জুড়ে করোনা ভাইরাস আক্রান্ত সংখ্য বেড়েই চলছে।

চিকিৎসক, শিক্ষক, পুলিশ, রাজনৈতিক, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়।

জেলা প্রশাসক স্বাস্থ্যবিধি পালন করে চলাচলে অব্যহত ভাবে সচেতনতা ও মোবাইল কোর্ট পরিচালনা করে যাচ্ছে।

সংবাদ প্রকাশঃ  ২২২০২০ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTV NEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ