সিটিভি নিউজ।। মোঃ অপু খান চৌধুরী।। সংবাদদাতা জানান ======
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদে চাঞ্চল্যকর রাকিব হত্যা মামলার আসামীরা ধরা ছোঁয়ার বাহিরে রয়েছেন। গত (২৩ সেপ্টেম্বর) সোমবার নৃশংসভাবে রাকিবকে পূর্বপরিকল্পিতভাবে খুন করেন দুর্বৃত্তরা। রাকিব উপজেলার সাহেবাবাদ মধ্যপাড়া গ্রামের আঃ বারেকের ছেলে।
দুই শিশুর মধ্যে ঝগড়াকে কেন্দ্র করে পূর্বপরিকল্পিতভাবে উপজেলার সাহেবাবাদ গ্রামে রাকিবকে নৃশংসভাবে খুন করেন একই বাড়ির শাহজাহানের ছেলে মামুন মিয়া (৩০) তার ভাই জসিম (৩৫) মৃত জুলফু মিয়ার ছেলে শাজাহান (৫০) মামুন মিয়ার স্ত্রী খাদিজা আক্তার (২৫) ও জসিম ও শাহজাহানের স্ত্রীসহ অন্যানরা মিলে সিএনজি চালক রাকিবকে এলোপাতাড়ি কুপিয়ে পিটিয়ে গুরুতর আহত করে তারা পালিয়ে যান।
রাকিবের চাচা মফিজুল ইসলাম জানান, ২৩ সেপ্টেম্বর বিকেলে আমার ছেলে মনির এর শিশু সন্তান বাছির (৩) ও মামুনের শিশু সন্তান ইয়াসিন (৪) এর মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার খবর শুনতে পেয়ে আমার ভাতিজা এবং মেয়ের জামাই রাকিব রাত ৮ টায় বাড়িতে আসার সময় পথে শাজাহান ও তার দুই ছেলে মামুন ও জসিম ও তাদের স্ত্রী পূর্ব পরিকল্পিতভাবে লাঠি ও দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি মাথায় গুরুতর আঘাত করে। আহত রাকিবকে নিয়ে আমরা ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে কুমেক হাসপাতালে প্রেরণ করে।তার অবস্থা আরও অবনতি দেখে কুমেকের কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। ২৪ সেপ্টেম্বর ভোর ৪ টায় চিকিৎসাধীন অবস্থায় রাকিব মারা যায়।পরে মৃত্যু রাকিবের স্ত্রী বাদী হয়ে ব্রাহ্মণপাড়া থানার ৬ জনকে আসামী করে একটি হত্যা মামলা রুজু করে।
এ ব্যপারে নিহত রাকিবের স্ত্রী আয়েশা আক্তার বলেন,বর্তমানে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি আমার স্বামী হত্যার আসামিরা দূর থেকে আমাদেরকে মামলা উঠিয়ে নেওয়ার জন্য হুমকি-ধমকি ও ভয় দেখাচ্ছেন।
এব্যপারে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন বলেন, আমি ব্রাহ্মণপাড়া থানায় গতকাল জয়েন করেছি এ বিষয়টি নিয়ে আমি দ্রুত কাজ করব এবং আসামিদেরকে ধরে আইনের হাতে সোপর্দ করব। সংবাদ প্রকাশঃ =১০-১০-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=