মতবিনিময়ের দাওয়াত দিয়ে থানায় অনুপস্থিত নবাগত ওসি কালীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের মাঝে ক্ষোভ

সিটিভি নিউজ।। নিজস্ব প্রতিনিধি =================== ঝিনাইদহের কালীগঞ্জ থানায় সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন দায়িত্ব গ্রহণের পর কালীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের জন্য আমন্ত্রণপত্র পাঠান। ওসির আমন্ত্রণের প্রতি সম্মান জানিয়ে বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় প্রেসক্লাবের প্রায় ৪০ জন সাংবাদিক কালীগঞ্জ থানায় উপস্থিত হন।
তবে নির্ধারিত সময়ে থানায় ওসি জেল্লাল হোসেন কিংবা দায়িত্বশীল কোনো কর্মকর্তা উপস্থিত ছিলেন না। এ সময় ওসির মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, জরুরি কাজে বাইরে রয়েছেন এবং থানায় ফিরতে আনুমানিক আরও ৩০ মিনিট সময় লাগবে।
দীর্ঘ সময় অপেক্ষার পরও থানার কোনো কর্মকর্তা সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, খোঁজখবর কিংবা বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেননি। এমন আচরণে উপস্থিত সাংবাদিকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়। সাংবাদিকরা ঘটনাটিকে পেশাগত শিষ্টাচার ও পারস্পরিক সম্মানের পরিপন্থী উল্লেখ করে তীব্র নিন্দা জানান।
এ সময় কালীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন—
সমকাল প্রতিনিধি জামির হোসেন, দ্য ডেইলি স্টারের আজিবর রহমান, প্রতিদিনের বাংলাদেশ ও সময়ের খবরের হাবিব ওসমান, যুগান্তর ও দীপ্ত টিভির শাহরিয়ার আলম সোহাগ, কালবেলা পত্রিকার ওসমান গনি জুয়েল, নাগরিক টেলিভিশনের মিশন আলী, জিটিভির অলিয়ার রহমান, দৈনিক সংবাদের সাবজাল হোসেন, উচ্চকণ্ঠ নিউজের সম্পাদক আনোয়ারুল ইসলাম রবি, ইনকিলাব ও বাংলাদেশ বেতারের আহসান কবির, ইত্তেফাক ও বৈশাখী টেলিভিশনের রফিকুল ইসলাম মন্টু, আজকাল পত্রিকার আরিফ মোল্লা, গ্রিন টিভির আশিকুর রহমান, নয়া দিগন্তের রুহুল আমিন সৌরভ, আমাদের সময়ের ফিরোজ আহমেদ, একুশের সংবাদ ও গণতদন্ত পত্রিকার মাসুদ রানা, দিগন্ত বাণীর আব্বাস উদ্দিন, দৈনিক স্পন্দনের এস এম মামুন, মুক্তির লড়াই পত্রিকার শাহিনুর রহমান পিন্টু, দৈনিক পূর্বাঞ্চল ও আমাদের সময়ের মানিক ঘোষ, গ্রামের কণ্ঠ ও আমাদের কণ্ঠের আসাদুজ্জামান সনেট, দৈনিক কল্যাণের শামছুল করিম ইমন, বর্ণময় বাংলাদেশের সম্পাদক এহতেশাম রফিকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। সংবাদ প্রকাশঃ ১৮-১২-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=