দেবীদ্বারঃ বাল্য বিয়ে ও যৌন হয়রানী সমাজের জন্য একটি ভয়াবহ সামাজিক ব্যাধি

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার, দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/==============
বাল্য বিয়ে ও যৌন হয়রানী সমাজের জন্য একটি ভয়াবহ সামাজিক ব্যাধি, যা নারী ও শিশুর শিক্ষা, স্বাস্থ্য ও স্বাভাবিক বিকাশে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।
বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে কুল্লিার দেবীদ্বার উপিজেলার ৪ নং সুবিল ইউনিয়নের ওয়াহেদপুর গ্রামের উন্মুক্ত এক গ্রামীণ পরিবেশে ‘নিজেরা করি সংস্থা’র আয়োজনে ‘বাল্য বিয়ে ও যৌন হয়রানীর বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক গণসচেতনামূলক আলোচনা সভায়’ অনুষ্ঠানের প্রধান অতিথি দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম এসব কথা বলেন।
তিনি বাল্য বিয়ে প্রতিরোধে আইন বাস্তবায়নের পাশাপাশি পরিবার ও সমাজকে সচেতন হতে হবে। একই সঙ্গে যৌন হয়রানীর বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানের বিশেষ অতিথি ৪ নং সুবিল ইউপি চেয়ারম্যান গোলাম সারওয়ার মুকুল ভ‚ইয়া বলেন, নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠান, অভিভাবক ও সচেতন নাগরিকদের সক্রিয় ভূমিকা অত্যন্ত জরুরি। বাল্য বিয়ে ও যৌন হয়রানীর বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
ভ‚মিহীন সংগঠনের নেতা লিল মিয়ার সভাপতিত্বে এবং ‘নিজেরা করি সংস্থা’ কুমিল্লা জেলা সংগঠক আব্দুল জব্বারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কবি হান্নান মূন্সী, নিজেরা করি সংস্থা বিভাগীয় সংগঠক খায়রুল ইসলাম, বিভাগীয় প্রশিক্ষক সবিতা রানী তালুকগার, সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার, ভ‚মিহীন সংগঠনের নেত্রী নাজমা বেগম প্রমূখ।
ছবির ক্যাপশনঃ দেবীদ্বারে ‘বাল্য বিয়ে ও যৌন হয়রানীর বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক গণসচেতনামূলক আলোচনা সভায়’ বক্তব্য রাখছেন প্রধান অতিথি দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম। সংবাদ প্রকাশঃ ১৮-১২-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=