কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসনে বিএনপির প্রার্থী কামরুল হুদার মনোনয়ন ফরম সংগ্রহ

সিটিভি নিউজ।। মনোয়ার হোসেন, নিজস্ব প্রতিবেদক:============
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদা নেতাকর্মীদের নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসানের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে কামরুল হুদা বলেন আসন্ন সংসদ নির্বাচনে আমরা বিশ্বাস করি সন্ত্রাস মুক্ত নির্বাচন হবে। আমরা মনোনয়ন পত্র সংগ্রহকালে অভিযোগ করেছি চৌদ্দগ্রামের দক্ষিণে ৩ টি ইউনিয়নে একটি দল,যারা আমাকে বিপক্ষে ভোট করবে তারা ইতিমধ্যে ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করে একটা ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে চায় এবং সেইভাবে নির্বাচিত হতে চায়। গত ১৭ বছর আমরা যে আন্দোলন করেছি ভোটাধিকারের জন্য তারা সেই ভোটাধিকার থেকে মানুষকে বিরত রাখতে চায়। দক্ষিণ চৌদ্দগ্রামে গত দুইমাস ধরে যারা সন্ত্রাস করছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। তাহলে চৌদ্দগ্রামে একটা সুন্দর সুশৃঙ্খল নির্বাচন সম্ভব হবে। চৌদ্দগ্রামের মানুষ ভোট দিয়ে তাদের প্রাণের প্রতীক ধানের শীষকে নির্বাচিত করবে।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, চৌদ্দগ্রাম পৌরসভা বিএনপির সভাপতি জিএম তাহের পলাশী, চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হারুন অর রশিদ মজুমদার, উপদেষ্টা হুমায়ুন কবির পাটোয়ারী, সহ সভাপতি শাহাব উদ্দিন ফরায়েজি লাল্টু, কাজী শাহীন রেজা, শাহ আলম, সাংগঠনিক সম্পাদক নুরু নবী পাটোয়ারী নুরু, গিয়াস উদ্দিন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মাঈন উদ্দিন মিয়াজী, চৌদ্দগ্রাম পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম চুট্টু, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল মজুমদার, উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি জিয়াউর রহমান জিয়া, উপজেলা যুবদলের আহবায়ক জামাল উদ্দিন মামুন, কুমিল্লা সেচ্ছাসেবকদলের সাবেক সহ-সভাপতি গাজী কবির, উপজেলা সেচ্ছাসেবকদলের আহবায়ক খোরশেদ আলম, উপজেলা তাঁতীদলের সভাপতি হাজী ইব্রাহিম খলিল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল হাসনাত মিঞা মোহাম্মদ জোবায়ের, সদস্য সচিব শাহনেওয়াজ মজুমদার, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন ডেভিড, শ্রীপুর ইউনিয় বিএনপির সভাপতি হুমায়ুন কবির, চিওড়া ইউনিয়ন বিএনপির সভাপতি হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক কাজী রকিব, উপজেলা ছাত্রদলের সভাপতি ফখরুল হাসান, সাধারণ সম্পাদক আবির আবদুল্লাহ প্রমুখ। সংবাদ প্রকাশঃ ১৮-১২-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=