দেবীদ্বারে ৩ দিন ব্যাপী বিজয় মেলার উদ্বোধন

সিটিভি নিউজ24 ।। এবিএম আতিকুর রহমান বাশার দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/
কুমিল্লার দেবীদ্বারে তিন দিন ব্যাপী বিজয় মেলার উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) দুপুর ১২ টায় দেবীদ্বার উপজেলা পরিষদ মাঠে ফিতা কেটে ওই বিজয় মেলার উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদ প্রশাসক রাকিবুল ইসলাম।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার ও পৌর প্রশাসক মো. ফয়সাল উদ্দিন, বিজয় মেলা উদযাপন পরিষদের আহবায়ক উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা শুভ্রত গোস্বামী, দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার প্রমূখ।
উদ্বোধন শেষে প্রধান অতিথি মেলায় বস্ত্র, খাদ্য, কসমেটিক/ প্রসাধনি, শিল্পকর্মসহ নানা সামগ্রীর ২৮ টি ষ্টল ঘুরে দেখেন এবং ষ্টল মালিকদের খোঁজ খবর নেন।
ছবির ক্যাপশনঃ দেবীদ্বারে তিন দিন ব্যাপী আয়োজিত ‘বিজয় মেলা’র উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদ প্রশাসক রাকিবুল ইসলাম ।

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন