ডিসেম্বরের মধ্যে স্থানীয় সরকারের নির্বাচন হতে পারে তার পরেই জাতীয় নির্বাচন – নায়েবে আমীর ডাঃ সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার ঃ দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/============
জামায়াতে ইসলামী আগামী ডিসেম্বর থেকে ফেব্রুয়ারীর মধ্যে নির্বাচন চায়, এপ্রিলে হলেও আপত্তি নেই। তবে আমরা স্থানীয় সরকার নির্বাচন আগে চাই। ডিসেম্বরের মধ্যে স্থানীয় সরকারের নির্বাচন হতে পারে, তার পরেই জাতীয় নির্বাচন।
শুক্রবার (২০ জুন) সকাল ৮টায় কুমিল্লার দেবীদ্বার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত বাংলাদেশ জামায়াতে ইসলামী দেবীদ্বার উপজেলা ও পৌর শাখার উদ্যোগে ‘নির্বাচনী দায়িত্বশীল সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নায়েবে আমীর ডাঃ সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এ বক্তব্য দেন।
তিনি প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে বলেন, প্রধানমন্ত্রী যিনি হবেন, তিনি একাধারে জীবনে দুইবারের বেশী হতে পারবেন না। এ প্রস্তাবে এদেশের অধিকাংশ দল একমত হয়েছে শুধু বিএনপি ছাড়া। এটা সব দল মানলেও বিএনপি মানেনা, এ বিষয়ে এখনো চুড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আগামী রোববারের বৈঠকে এ ব্যাপারে সিন্ধান্ত হবে। তিনি আরো বলেন, ৭০ অনুচ্ছেদে যেখানে একদলের নমীনেশনে এমপি হলে, তার ভিন্ন কোন মত দেয়ার সুযোগ ছিলনা, এবার আমরা জামায়াতের পক্ষে একটা নতুন প্রস্তাব এনেছি,- সংবিধান সংশোধন, অনাস্থা বিল এবং বাজেট। এ তিনটার বাহিরে আর যে কোন বিষয়ে একটি দলের এমপি সে দলের মতের বিরুদ্ধে মত দিতে পারবে।
তিনি তার নেতা-কর্মীদের বলেন, ৫ আগস্টের পূর্বে আমরা এভাবে উন্মোক্ত সভা করতে পারি নাই, পুলিশ আমাদের ধরে জেলে পুরাত। ৫ আগস্টের পর পুলিশ আমাদের নেতা-কর্মীদের দেখলে সেলিউট দেয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা উত্তর জেলার সহকারী সেক্রেটারি অধ্যাপক লোকমান হাকিম ভূঁইয়ার সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি অধ্যাপক রুহুল আমিন খান ও পৌর আমীর ফেরদৌস আহমেদের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম, ব্যারিস্টার আরমান, ব্যারিস্টার আবু বকর মোল্লা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল মতিন, কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি মো. সাইফুল ইসলাম শহীদ প্রমূখ।
সভার শুরুতে জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করা হয়। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ দেবীদ্বার নির্বাচনী আসনে দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা উত্তর জেলা সেক্রেটারি ও দেবীদ্বার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম শহীদ’র নাম ঘোষণা করা হয়। এ ছাড়াও পৌরসভার পৌর মেয়র পদে অধ্যাপক লোকমান হাকিমের নামসহ ওয়ার্ড কাউন্সিলর সংরক্ষিত মহিলা রকাউন্সিলরদে নাম ঘোষণা করা হয়।
ছবির ক্যাপশন ঃ দেবীদ্বার জামায়াতের ‘নির্বাচনী দায়িত্বশীল সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্য রাখছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নায়েবে আমীর ডাঃ সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সংবাদ প্রকাশঃ ২০-০৬-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন