
সিটিভি নিউজ।। মোঃ আলমগীর হোসেন, মনোহরগঞ্জ প্রতিনিধিঃ
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া স্টেশন পশ্চিম বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (৩০ মার্চ) বিকেলে বাজারস্থ ইসলামী ব্যাংক সংলগ্নে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে মনোহরগঞ্জ ও সোনাইমুড়ী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর দু’টি ইউনিটের সদস্যরা এবং পাশাপাশি স্বেচ্ছাসেবী কর্মীরাও আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে।
এ অগ্নিকাণ্ডের ঘটনায় দু’টি ওয়াকশপ, একটি সার-কিটনাশক ও ভেটেনারী দোকান, একটি মুদি গো-ডাউন ও গ্যাস সিলিন্ডার দোকান এবং একটি কুটির শিল্পের দোকানসহ ৫টি দোকান ভষ্মিভূত হয়েছে বলে জানা গেছে।
বাজারের ব্যবসায়ীরা জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় ৫টি ব্যবসায়িক প্রতিষ্ঠান পুড়ে ছাই গেছে। যেখানে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়িরা জানান, ঈদের আগের দিন এমন ভয়াবহ অগ্নিকান্ডে আমাদের সর্বস্ব শেষ হয়ে গেছে। যা আমাদেরকে পথে বসিয়েছে। ব্যাংক-বীমার ঋণসহ দায়-দেনা নিয়ে আমরা এখন কোথায় যাবো!
উপজেলা নির্বাহী অফিসার ফাহরিয়া ইসলাম বলেন, নাথেরপেটুয়া বাজারে অগ্নিকাণ্ড সংঘটিত হওয়ার খবর পেয়েছি। মনোহরগঞ্জ ও সোনাইমুড়ীর ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ফলে আগুন পুরোপুরি নিভানো সম্ভব হয়। সেখানের পরিস্থিতি জেনে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সংবাদ প্রকাশঃ ৩০-০৩-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=