Tuesday, April 1, 2025
spot_img
More

    দ্বীন ও মানবতার কল্যাণে মাওলানা আব্দুল বাতেন ফাউন্ডেশনের ভূমিকা অপরিসীম…….ড. মোবারক হোসাইন

    সিটিভি নিউজ।। মোঃ বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।======
    দ্বীন ও মানবতার কল্যাণে মাওলানা আব্দুল বাতেন ফাউন্ডেশনের ভূমিকা অপরিসীম। দুনিয়ায় দানের হাত সবসময় বড় থাকে। মানুষের কল্যাণে কাজ করার মধ্যেই সকল সুখ শান্তি পাওয়া যায়। সেজন্য ফাউন্ডেশনের কাজকে আরো গতিশীল করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। (২৯ মার্চ) শনিবার সকালে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার ধান্যদৌল কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মাওলানা আব্দুল বাতেন ফাউন্ডেশনের উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য কুমিল্লা-৫ ( বুড়িচং-ব্রাহ্মণপাড়া) উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ডক্টর এডভোকেট মোবারক হোসাইন এই কথাগুলো বলেন। তিনি আরো বলেন, মাওলানা আব্দুল বাতেন ফাউন্ডেশন উপজেলার সুবিধাবঞ্চিতদের মাঝে কাজ করে যাচ্ছে। আল্লাহ যেনো তাদের কাজগুলোকে কবুল করেন। এতে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মাওলানা আব্দুল বাতেন এর সভাপতিত্বে ও মোস্তাফিজুর রহমান রাজিব এর পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. আবু বকর সিদ্দিক, জামিয়া ইসলামিয়া মাদ্রাসার সুপার মাওলানা রেজাউল করিম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সমাজসেবক মোশাররফ হোসেন খান চৌধুরী, ইউপি সদস্য মো. শাহ আলম, মো. ফারুক আহাম্মেদ, মো. শাহাবুদ্দিন ও তৌফিকুল ইসলাম। অনুষ্ঠানে ৪টি সেলাই মেশিন, ৪টি টিউবওয়েল এবং ৩শত পরিবারকে নগদ অর্থ বিতরন করা হয়।

    আরো সংবাদ পড়ুন

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -
    Google search engine

    সর্বশেষ সংবাদ

    Recent Comments