
সিটিভি নিউজ।। মানিক ঘোষ নিজস্ব প্রতিনিধি : ============
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়নের বিনোদপুর গ্রামে গভীর রাতে অজ্ঞান পার্টির কবলে পড়ে দুই পরিবারের ৬ সদস্যের অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে । একই সাথে পরিবার দুটির বাড়ির মালামালও লুট করে নিয়ে যায় দুষ্কৃতিকারী । এ ঘটনায় অসুস্থ ৬ সদস্য কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন । জানা গেছে , বৃস্পতিবার (২৮ মার্চ) দিবাগত রাতে উপজেলার বিনোদপুর গ্রামের অসিম ভদ্র ও রঘুনাথ ভদ্রের বাড়িতে এ ঘটনা ঘটে । ঘটনার দিন গভীর রাতে এ দুই পরিবারের সদস্যরা চোখে প্রচন্ড ঘুম অনুভব করেন। সকালে ওঠে তারা দেখতে পান ঘরের জিনিসপত্র এলোমেলো ও ঘর থেকে সব মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে দূর্বত্তরা। ঘটনার পর প্রতিবেশীরা এ দুই পরিবারের ৬ সদস্যদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান । ভূক্তভোগী অসিম ভদ্রের স্ত্রী সঞ্চিতা ভদ্র বলেন , অন্য দিনের তুলনায় গতকাল চোখে ঘুম ছিল বেশি । সকালে উঠে দেখি বাড়ির সব তছনছ করে কে বা কারা সব নিয়ে গেছে । তবে এখনো আমার চোখে ঘুম । কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা: আব্দুল্লাল আল মামুন বলেন , এ দুই পরিবারের সদস্যদের চেতনানাশক ঔষধ খায়ানো হয়েছিল । আমারা তাদের হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দিচ্ছি । তবে তারা এখন শঙ্কমুক্ত । কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার বলেন, একটি চক্র ঈদকে সামনে রেখে বেপরোয়া হয়ে উঠেছে। বিনোদপুর গ্রামের ঘটনাটি তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনতে ইতিমধ্যে থানা পুলিশ কাজ শুরু করেছে ।এরকম পরিস্থিতি এড়িয়ে চলতে সকলের অধিক সচেতনতা অবলম্বনের কোন বিকল্প নেই বলেও তিনি যোগ করেন। সংবাদ প্রকাশঃ ২৯-০৩-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=