
সিটিভি নিউজ।। মোহাম্মদ আককাস আলী :সংবাদদাতা জানান ===
নানা আয়োজন ও যথাযোগ্য মর্যাদায় নওগাঁয় পালিত হলো মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।
২৬ মার্চ (বুধবার) সূর্যোদয়ের সাথে সাথে শহরের মুক্তির মোড় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।
প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। পরে পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা প্রেসক্লাব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা, সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক দলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে ফুলে ফুলে ভরে উঠে এই শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ।
মহাদেবপুর :নওগাঁর মহাদেবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। শহিদদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ, এক মিনিট নিরবতা পালন, সকল শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ১ম পর্ব অনুষ্ঠিত হয়। ইউএনও মো. আরিফুজ্জামান এর সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মহাদেবপুর সার্কেল জয়ব্রত পাল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো.খুরশিদুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো.মাহাবুব হাসান চৌধুরী, ওসি শাহিন রেজা প্রমুখ। সংবাদ প্রকাশঃ ২৮-০৩-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=