
সিটিভি নিউজ।। এম ফয়জুল ইসলাম ফয়সাল, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগরে ঘুষ চাওয়া ও মারধরের অভিযোগে থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুর রহমান এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা সভাপতি উবায়দুল হক সিদ্দিকিসহ ২৫ জনের বিরুদ্ধে কুমিল্লা বিজ্ঞ আদালতে মামলা দায়ের করা হয়েছে।
মামলাটি করেন মুরাদনগর উপজেলার বাখরনগর গ্রামের বাসিন্দা মেহেদী হাসান (২৮)। তিনি জানান, অভিযুক্ত ওসি ঘুষ দাবি করেন এবং পরবর্তী সময়ে ছাত্রনেতার নেতৃত্বে তাকে মারধর করা হয়। এই ঘটনায় তিনি কুমিল্লার বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেছেন।
এ বিষয়ে মুরাদনগর থানার ওসির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, “এটি একটি ষড়যন্ত্রমূলক মামলা। আমরা আইন অনুযায়ী সবকিছু তদন্ত করে দেখব।”
অন্যদিকে অভিযুক্ত ছাত্রনেতা উবায়দুল হক সিদ্দিকি জানান, “আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। এটি রাজনৈতিক প্রতিহিংসার অংশ।”
এ বিষয়ে মামলার তদন্ত কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ছাত্রনেতা উবায়দুলের অভিযোগের পর মুরাদনগর থানা পুলিশ কর্তৃক শ্রমিক গ্রেফতার ও সাধারণ জনতার নামে মামলা দেওয়া পর থেকে উপজেলা ব্যাপী পালিত হচ্ছে সকাল-দুপুর হরতাল। বুধবার কুমিল্লা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ ছিল। গতকাল বৃহস্পতিবার শ্রমিকদের ডাকা হরতালের অংশ হিসেবে উপজেলার সকল দোকান ভোর ৬টা হতে দুপুর ১২টা পর্যন্ত বন্ধ ছিল।
শ্রমিক নেতারা বলছেন, “পুলিশ ও সমন্বয়করা মিথ্যা মামলা দিয়ে হয়রানি করাচ্ছে। তাদের অনতিবিলম্বে মুক্তি দিতে হবে। যদি মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা হতে মুক্তি না দেওয়া হয় তাহলে আমরা আরও কঠোর আন্দোলন করবো। শ্রমিকদের ঘামে দেশ চলে। শ্রমিকদের নামে তারা মিথ্যা মামলা দিয়েছে। পুলিশের ভয়ে অনেক শ্রমিক কাজে আসতে চাচ্ছে না।” সংবাদ প্রকাশঃ ২৮-০৩-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=