
সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/
কুমিল্লা- সিলেট আঞ্চলিক মহাসড়কের কোম্পানীগঞ্জ থেকে বুধবার (২৬ মার্চ) কুমিল্লাগামীসহ বিভিন্ন সড়কে যাতায়তকারী ‘সুগন্ধা’, ‘ফারজানা’, ফারহানা’, ‘রয়েল সুপার’ যাত্রী পরিহনের সকল বাস কোম্পানীগঞ্জ বাস টার্মিনাল থেকে সড়কে নামেনি। শুধু তাই নয়, কোম্পানীগঞ্জ বাস ষ্ট্যান্ড থেকে এ তিনটি পরিবহনের কোন সড়কেই গাড়ি চলাচল করেনি। ফলে ঈদকে সামনে রেখে কেনাকাটা, ব্যবসা- বানিজ্য, যাতায়তসহ নানা কার্যক্রম পরিচালনায় ভোগান্তিতে পরে সাধারন জনগন।
গত সোমবার রাতে কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাজার এলাকায় সিএনজি ষ্ট্যান্ড’র করনিক আবুল কালাম আজাদের সঙ্গে ছাত্র সমন্বয়ক ওবায়দুল হকের বাকবিতন্ডা, হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা ধাওয়া, মামলা, আসামী গ্রেফতার, থানার দরজা- জানালা, গ্লাস ভাংচুর করে থানা থেকে আসামী ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। ওই ঘটনায় এলাকায় তুমুল উত্তেজনা বিরাজ করে।
স্থানীয়রা জানান, হামলার ঘটনায় ওবায়দুল হক থানায় অভিযোগ করলে পুলিশ আবুল কালাম আজাদকে গ্রেফতার করে। সমন্বয়কদের সঙ্গে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও থানায় হামলাসহ সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত এখন কুমিল্লার মুরাদনগর ও বিশেষ করে কোম্পানীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা। স্থানীয়রা আরো জানান, আবুল কালাম আজাদকে গ্রেফতারের খবর পেয়ে বিএনপির ৭০ থেকে ৮০ জন নেতাকর্মী তাকে ছাড়িয়ে নিতে আসে। একপর্যায়ে লাঠিসোঁটা, হকিস্টিক নিয়ে তারা থানায় হামলা চালায়। এ ঘটনায় পৃথক দু’টি মামলা হলে পরে আরো ৫ জনকে আটক করে পুলিশ।
এ ঘটনার জের ধরেই বুধবার সকাল থেকে কুমিল্লার কোম্পানীগঞ্জ বাসস্ট্যান্ড থেকে কুমিল্লাসহ বিভিন্ন সড়কে ‘সুগন্ধা’, ‘ফারজানা’, ফারহানা’, ‘রয়েল সুপার’ যাত্রী পরিহনের কোন বাস চলাচল করেনি। বিভিন্ন সড়ক বন্ধ করে পরিবহন শ্রমিক ও মালিকরা বিক্ষোভ করে কর্ম বিরতি পালন করেছেন। এতে করে বন্ধ রয়েছে ‘সুগন্ধা’, ‘ফারজানা’, ফারহানা’, ‘রয়েল সুপার’ যাত্রী পরিহনের সকল বাস চলাচল।
সিএনজির করানি আবুল কালাম আজাদসহ অন্যান্যদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তার ও সমন্বয়ক এবং পুলিশের দায়ের করা মামলা প্রত্যাহারের সময় বেঁধে দিয়ে দুপুর ১টার দিকে শ্রমিকেরা কর্মবিরতি প্রত্যাহার করে নিলেও সড়কে কোন ‘সুগন্ধা’, ‘ফারজানা’, ফারহানা’ যাত্রী পরিহনের বাস চলাচল করতে দেখা যায়নি।
কোম্পানীগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী ইদ্রিস বলেন, সমন্বয়ক ও পুলিশের দায়ের করা মামলা প্রত্যাহারের আল্টিমেটাম দেওয়া হয়েছে। প্রশাসনও আশ্বস্ত করেছে। সহসা মামলা প্রত্যাহারসহ হয়রানী বন্ধ না হলে পরবর্তী বড় কর্মসূচি দেওয়ার কথা জানানো হয় সমাবেশ থেকে।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, বাস পরিবহনের সাথে কোন ঝামেলা নেই। তারা কি কারনে যান চলাচল বন্ধ রেখে কর্মবিরতি করছে তা তার জানা নেই বলে জানান তিনি।
ছবির ক্যাপশনঃ কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের কোম্পানীগঞ্জ এলাকায় পরিবহন ধর্মঘট চলাকালে দুপুরে তোলা ছবি। এবং কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার নিউমার্কেট এলাকা থেকে দুপুরে তোলা ছবি। সংবাদ প্রকাশঃ ২৭-০৩-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=