
ক্যাপশন : মুরাদনগরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ব্যবসায়ীদের ধর্মঘট পালন।
সিটিভি নিউজ।। মোহাম্মদ মোশাররফ হোসেন, মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা ঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাস স্টেশন এলাকায় পরিবহন শ্রমিকদের বিনা অপরাধে গ্রেফতার করে শ্রমিক ও বিএনপি নেতা কর্মীদের জড়িয়ে পুলিশ ও সম্মনয়কদের দায়ের করা মিথ্যা মামলায় প্রত্যাহার ও পুলিশি হয়রানি বন্ধের দাবিতে আর্ধবেলা ধর্মঘট পালন করেছে শ্রমিক ও ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত মুরাদনগর সদর ও রামচন্দ্রপুর বাজার এলাকায় সকল প্রকার দোকানপাট ও সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে ধর্মঘট পালন করে ওই সকল বাজার এলাকার শ্রমিক ও ব্যবসায়ীরা।
প্রতিদিন সকালে থেকে মুরাদনগর সদরের বাজার ও রামচন্দ্রপুর বাজার লোকে লোকারণ্য থাকলেও আজ শ্রমিক ও ব্যবসায়ীদের ধর্মঘটের কারনে বাজার দুইটি ছিলো মানবশূন্য নিরব নিস্তব্দ।
মুরাদনগর সদরের মুদি ব্যবসায়ী জয় ভৌমিক বলেন, ৫ আগষ্টের পর সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ তার নেতাকর্মীদের দিয়ে আমাদের বাজার থেকে চাঁদাবাজি বন্ধ করেছেন। আমরা নিরাপদে ব্যবসা করছি। অথচ সেই বিএনপি নেতাদের বিরুদ্ধে পুলিশ মিথ্যা বানোয়াট মামলা করেছে। এর প্রতিবাদে আমরা আধাবেলা ধর্মঘট পালন করছি।
বস্ত্র ব্যবসায়ী আল আমিন বলেন, এখন আমাদের বেচা বিক্রির মুখ্যম সময় তবুও আমরা ধর্মঘট পালন করছি। কারন বিএনপির নেতাদের কারনেই চাদামুক্ত ব্যবসা করছি।
রামচন্দ্রপুর বাজারের ব্যবসায়ী শান্তি ভূষন বলেন, ব্যবসায়ীদের সুখে দুঃখের বন্ধু সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ দাদার বিশ্বস্ত কর্মী জেলা বিএনপি নেতা মহিউদ্দিন মোল্লাসহ বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এ ধর্মঘট চলছে। অবিলম্বে মামলা প্রত্যাহার না করলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
উল্লেখ্য, উপজেলার কোম্পানীগঞ্জ বাস স্টেশন এলাকায় কোম্পানীগঞ্জ বাস-মালিক সমিতি বিভিন্ন পয়েন্টে যানবাহন নিয়ন্ত্রন ও সিরিয়াল ঠিক রাখার জন্য কিছু শ্রমিক নিয়োগ দেয়। গত সোমবার সন্ধ্যায় মুরাদনগর উপজেলার কিছু সম্মনয়ক সিরিয়ালের বাহিরে সিএনজি চালিত আটোরিকশা নিতে চাইলে এক লাইনমেনের সাথে ওই সম্মনয়কদের বাকবিতন্ডায় জড়িয়ে পরে। পরে সম্মনয়করা ওই লাইনমেন আবুল কালামকে চাঁদাকাজ আখ্যা দিয়ে পুলিশে দেয়। পরে শ্রমিক আবুল কালামের মুক্তির দাবিতে মুরাদনগর থানার সামনে মালিক-শ্রমিক লোক জন বিক্ষোভ করলে সম্মনয়ক ও মালিক-শ্রমি দের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাকে কেন্দ্র করে পুলিশ ও সম্মনয়ক বাদি হয়ে পৃথক দুইটি মামলা করে। সংবাদ প্রকাশঃ ২৭-০৩-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=