Sunday, March 30, 2025
spot_img
More

    পরিবহন ধর্মঘটে বন্ধ কোম্পানীগঞ্জে আন্তজেলা বাস চলাচল, সড়কে মানুষের দুর্ভোগ

    সিটিভি নিউজ।। আবুল কালাম আজাদ,কুমিল্লা প্রতিনিধিঃ ২৬-০৩-২৫
    মালিক শ্রমিকদের ডাকা ১২ ঘন্টার ধর্মঘটের প্রথম দিন যানবাহন না পেয়ে দুর্ভোগে পড়েন মানুষজন। সড়কে বাস না চলায় অনেকে গন্তব্যস্থলে যেতে পারেননি। গত সোমবার রাতে শ্রমিক নেতা আবুল কালাম আজাদসহ ৬জন গ্রেফতারকৃতদের ছেড়ে দেওয়াসহ ১৬০ জনের বিএনপি’র নেতাকমীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে পরিবহন মালিক ও শ্রমিকদের ডাকা টানা ১২ ঘণ্টার ধর্মঘটের প্রভাব পড়েছে মহাসড়কে। ধর্মঘটের কারণে রাস্তায় আন্তজেলা বাস চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন মুরাদনগর, হোমনা,দেবীদ্ধার ও নবীনগর উপজেলা থেকে সিলেট, শোনামগঞ্জ, কুমিল্লা, ঢাকা, চট্টগ্রাম, ব্রাক্ষণবাড়িয়া, ভৈরব, কিশোরগঞ্জ জেলার হাজার হাজার যাত্রীরা।
    বুধবার(২৬ মাচ) সকাল ৫টা থেকে সরেজমিন মুরাদনগর কোম্পানীগঞ্জ বাস টামিনাল এলাকায় ঘুরে রাস্তায় শহরমুখী আন্তজেলা কোনো বাস চলাচল করতে দেখা যায়নি। রাস্তায় বাসের অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন যাত্রীরা। উপায় না থাকায় জরুরি কাজে বের হওয়া অনেক যাত্রী কাভার্ড ভ্যান ও ব্যক্তিগত গাড়ি থামিয়ে শহরে যাওয়ার চেষ্টা করছেন। এ সময় মিনি পিকআপ ভ্যানে উঠেও অনেক মানুষকে গন্তব্যে যেতে দেখা গেছে। তবে সড়কে মালবাহী ও দূরপাল্লার যানবাহন চলাচল ছিল স্বাভাবিক।
    যাত্রীরা বলেন, রাস্তায় এসে মহাবিপদে পড়েছি। ২ ঘণ্টা দাঁড়িয়েও কোনো বাস পাইনি। পরিবহন ধর্মঘটের বিষয়টি জানা ছিল না আমার। এখন বাড়ি ফেরা ছাড়া উপায় নেই।
    এ বিষয়ে জানতে চাইলে মাদবপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ পারভেজ আলী বলেন, বুধবার সকাল থেকে ব্রাক্ষণবাড়িয়া-কুমিল্লা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাসের সংখ্যা বেশী হওয়া সিএসজি চাপ খুবই বেশী দুইটি টিম কাজ করছে।
    এ বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ -কুমিল্লা রুটে চলাচল করা বাস সার্ভিস মালিক সমিতির পরিচালক হাজী ইদ্রীস ঢাকা প্রেসকে বলেন, নগরপাড় মোড়ে বিনা অন্যায়ে সিএনজি মালিক সমিতির নেতা আবুল কালাম আজাদকে পুলিশ গ্রেফতার করেছে। এছাড়া ১৬০জন বিএনপি’র নেতাকমীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ, বৈষম্য বিরোধী ছাত্র নেতা। আবুল কালাম আজাদসহ গ্রেফতার কৃত৬ জনের মুক্তি ও দুইটি মিথ্যা মামলা প্রত্যাহার দাবীতে বৃহত্তর গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকা ১২ ঘণ্টার পরিবহন ধর্মঘটে সমর্থন দিয়ে আমরাও সড়কে যাত্রীসেবা বন্ধ রেখেছি। এতে যাত্রীদের সাময়িক অসুবিধা হচ্ছে এটি সত্য। সংবাদ প্রকাশঃ ২৬-০৩-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

    আরো সংবাদ পড়ুন

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -
    Google search engine

    সর্বশেষ সংবাদ

    Recent Comments