
সিটিভি নিউজ, এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের ফতুল্লায় ইসহাক মিঝি নামে এক ইজিবাইক চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় হত্যাকান্ডে জড়িত সন্দেহে সোহরাব হাওলাদার নামে একজনকে গনপিটুনী দিয়ে পুলিশের কাছে সোর্পদ করেছে এলাকাবাসী।
রবিবার (২৩ মার্চ) ভোর রাতে ফতুল্লার কোতালেরবাগ এলাকায় রেললাইনের পাশের সড়কে এঘটনা ঘটে।
নিহত ইসহাক মিঝি (৪৫) চাঁদপুর মতলব নায়েরগাও ইউনিয়নের আয়ুব আলীর ছেলে। সে ফতুল্লার পশ্চিম সস্তাপুর কাষ্টমের মোড় এলাকায় রেজাউলের বাড়িতে ভাড়া থাকেন। এ বাড়ির কাছেই শফিকের মালিকানাধীন ইজিবাইক ভাড়ায় চালিয়ে আয় রোজগার করেন।
এঘটনায় আটক সোহরাব হাওলাদার (৪০) পটুয়াখালী জেলার রাঙ্গাবালি বাহেরচর গ্রামের মৃত আতহার হাওলাদারের ছেলে। সে ফতুল্লার দক্ষিন সস্তাপুর এলাকার লালের বাড়িতে ভাড়া থাকেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শেষ রাত ৩টার সময় চিৎকার শুনে আশপাশের বাড়ির লোকজন ঘর থেকে বের হয়ে দেখেন ৩/৪ জন লোক দাড়িয়ে আছে একজন মাটিতে পড়ে আছে। তখন লোকজন দেখে দাড়িয়ে থাকা লোকজন দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় একজনকে ঘটনাস্থলের কিছুটা দুর থেকে এলাকাবাসী আটক করে গনপিটুনী দিয়ে পুলিশে দেয় আর দুইজনকে ডোবায় লাফিয়ে পড়তে দেখেছে এলাকাবাসী।
এবিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, নিহতের ভাগিনা শরিফ লাশ সনাক্ত করেছেন। নিহতের পকেট থেকে শরিফ নগদ ৮৮০০ টাকা পেয়েছে এবং ইজিবাইকটি গ্যারেজ মাহজন শফিক সনাক্ত করেছে। এঘটনায় জড়িত সন্দেহে এলাবাসী আটক করে পুলিশে দিয়েছে। হত্যার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।সংবাদ প্রকাশঃ ২৪-০৩-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=