aaa
ঢাকাSaturday , 22 March 2025
সর্বশেষ সবখবর

নারায়ণগঞ্জে আওয়ামী লীগের ক্যাডার বাহিনীকে আইনের আওতায় আনতে হবে : মুন্না

CTV News 24
March 22, 2025 12:50 pm
Link Copied!

সিটিভি নিউজ, এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, আওয়ামী লীগের যেসকল ক্যাডার বাহিনী এখনও নারায়ণগঞ্জে অবস্থান করছে তাদের অবিলম্বে আইনের আওতায় আনতে হবে। আমি আমার দলের প্রতি কঠোর নির্দেশনা দিচ্ছি, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের কাউকে যদি অনুপ্রবেশের সুযোগ দেয়া হয় এর কোন ক্ষমা হবে না। কেউ ফ্যাসিস্টদের সহযোগিতা করলে তাদের চিহ্নিত করে ব্যাবস্থা নেয়া হবে।
শুক্রবার (২১ মার্চ) দুপুরে শহরের মাসদাইরে নারায়ণগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে জেলা যুবদলের আয়োজনে ঈদ উল ফিতর উপলক্ষে দুস্থ ও অসহায়দের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। এসময় প্রতিবন্ধী, অসহায় ও সামর্থ্যহীন ২ হাজার ৫শ পরিবারে ঈদ সামগ্রী পৌছে দেয়া হয়।
জেলা যুবদলের আহবায়ক সাদেকুর রহমান সাদেক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এডভোকেট শাখাওয়াত হোসেন খান, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক মনিরুল ইসলাম স্বজল, সদস্য সচিব সাহেদ আহমেদ, যুবদল নেতা খায়রুল ইসলাম সজিব প্রমুখ।
মুন্না বলেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে চাই। কোন ধরণের বিশৃঙ্খলা করে কেউ পার পাবে না। কোন অন্যায়কারী পার পাবে না। উনি (তারেক রহমান) প্রতিটা ব্যাপারে সজাগ দৃষ্টি রাখেন। আমরা রাষ্ট্র ক্ষমতায় নেই, প্রশাসনে নেই। আমরা নির্বাচন কেন চাইছি। নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের অধিকারের মাধ্যমে কেউ যখন ক্ষমতায় আসে তখন জনগণের প্রতি তার দায়বদ্ধতা থাকে। তাকে জবাবদিহিতার মধ্যে থাকতে হয়।
তিনি বলেন, আওয়ামী লীগ তিনটি ভুয়া নির্বাচন করেছে। বিনা ভোটে নির্বাচন করেছে, রাতের ও ডামি নির্বাচন করেছে। এই নারায়ণগঞ্জে আওয়ামী লীগের সন্ত্রাসী শামীম ওসমানের পরিবার, অয়ন ওসমান, আজমেরী ওসমান, শাহ নিজাম ও তাদের দোসররা এ এলাকায় যে গুন্ডামি করেছে, বিএনপি ক্ষমতায় এলে এগুলো কেউ করতে পারবে না।
তিনি আরো বলেন, জনগণের কষ্ট হয় এমন কোন কাজ করা যাবে না। মানুষকে কষ্ট দিয়ে রাজনীতি করা যাবে না। পুরাতন রাজনৈতিক ধারা থেকে আমাদের বের করে আনছেন তারেক রহমান। আমরা মানুষের কল্যাণের রাজনীতি করতে চাই। সংবাদ প্রকাশঃ ২২-০৩-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

"এই সাইটে কোন নিউজ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।"