
সিটিভি নিউজ, এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক জমি ব্যবসায়ীর বাড়িতে দুর্র্ধষ ডাকাতির ঘটনা ঘটেছে। ব্যবসায়ী কবির হোসেনসহ তার পরিবারের চার সদস্যকে কুপিয়ে আহত করে ডাকাত দল।
বৃহস্পতিবার (২০ মার্চ) রাত ২টার দিকে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের মাঝিনা কোটাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত কবির হোসেন জানান, রাত ২টার দিকে ১৫-২০ জনের সশস্ত্র ডাকাত দল পিস্তল, রামদা, শাবল ও লোহার রড নিয়ে ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। ডাকাতরা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। আলমারির চাবি না দেয়ায় তাদের কুপিয়ে গুরুতর আহত করা হয়।
ডাকাতরা ঘরের আলমারির তালা ভেঙে ৬ ভরি স্বর্ণালংকার ও নগদ ৩ লাখ টাকা লুট করে। এ সময় আশপাশের লোকজন টের পেয়ে মসজিদের মাইকে ঘোষণা দিলে ডাকাতরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।
জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) মেহেদী ইসলাম বলেন, ৯৯৯ নাম্বারে খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে যায়। তবে তার আগেই ডাকাতরা পালিয়ে যায়। আহতরা চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন। তারা থানায় অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। সংবাদ প্রকাশঃ ২১-০৩-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=