Saturday, March 22, 2025
spot_img
More

    কুমিল্লায় ইনকিলাব মঞ্চের ইফতার মাহফিল অনুষ্ঠিত

    সিটিভি নিউজ।। ২১ মার্চ, শুক্রবার পবিত্র মাহে রমজান উপলক্ষে কুমিল্লায় ইনকিলাব মঞ্চের উদ্যোগে “জুলাই যুদ্ধে শহীদ ও আহতদের স্মরণে ” শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে ক্যাপসিকাম পার্টি সেন্টারে ইনকিলাব মঞ্চের আহবায়ক গোলাম মুহা. সামদানীর সভাপতিত্বে এবং সদস্য সচিব আবদুল্লাহ আল মাহমুদ ভূইয়ার সঞ্চালনায় ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স ক্লাবস অব বাংলাদেশের লাইফ গর্ভণর ডা. মুজিবুর রহমান।
    বিশেষ অতিথি হিসেবে কুমিল্লা চেম্বার অব কমার্স এর মেম্বার মিয়া মোহাম্মদ তৌফিক, বিশিষ্ট সাংবাদিক গোমেতি সংবাদের সম্পাদক মোবারক হোসেন ।
    প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বাঙালিদের হারানোর অতীত সংস্কৃতিকে পূনরুজ্জীবনে ইনকিলাব মঞ্চ নিরলসভাবে কাজ করে যাবে এটাই হোক আমাদের আজকের শপথ! ইনকিলাব মঞ্চের জন্য অনেক শুভকামনা। এখানে একত্রিত হয়েছি ইফতার কে কেন্দ্র করে। আল্লাহ তায়ালা মুসলমানদের জন্য রোজা ফরজ করেছেন, কিন্তু উপমহাদেশে রমজানের ইফতার শুধু এবাদতই নয় বরং এটা বাঙালি মুসলমানদের সংস্কৃতি। হারাম-হালাল, জায়েজ-নাজায়েজের পার্থক্য বুঝে নিজের জীবন পরিচালনা করার জন্য আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আপনারা বাঙালির প্রকৃত সংস্কৃতি উজ্জীবিত রাখবেন এই কামনা।

    বিশেষ অতিথি বলেন আল্লাহ সর্বশক্তিমান, তিনি যখন যাকে ইচ্ছা ক্ষমতায় বসান এবং যখন যাকে ইচ্ছা ক্ষমতাচ্যুত করেন। তার চেয়ে বড় শক্তিমান এই পৃথিবীতে আর কেউ নেই।” তিনি আরো বলেন, ফ্যাসিস্ট হাসিনা দেশের মানুষের সাথে ১৭ বছর ধরে অন্যায়, জুলুম, নির্যাতন চালিয়েছে এবং মানুষের অধিকার হরণ করেছে। আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে তার পতন ঘটেছে এবং আল্লাহ তাকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছেন।

    ইনকিলাব মঞ্চ কুমিল্লার আহবায়ক জি এম সামদানী বলেন গত ১৬ বছর ছিল আমাদের জন্য এক দীর্ঘ চ্যালেঞ্জিং যাত্রা। এই সময়ে আমরা ফ্যাসিজমের করাল গ্রাসে শতাধিক ভাইকে হারিয়েছি, ফ্যাসিজমের নির্যাতনে আমাদের অসংখ্য ভাইয়ের শরীর থেকে রক্ত ঝরেছে, আমাদের অনেক ভাই পঙ্গুত্ব বরণ করেছে, হাজার হাজার ভাই গুম হয়েছেন। আমাদের অসংখ্য ভাই স্বাভাবিক জীবন কাটাতে পারেননি। জনশক্তিদের দমনপীড়নের কথা আমরা কখনো ভুলতে পারব না। অবশেষে ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আল্লাহ আমাদের এ শ্বাসরুদ্ধকর অবস্থা থেকে মুক্তি দিয়েছেন। সুসংগঠিত সমাজই পারে দেশকে আলোর পথে এগিয়ে নিতে, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে সকলের সহযোগিতা কামনা করছি। সকল দলকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে দেশকে নতুন বাংলাদেশ গড়ার জন্য দৃঢ় প্রত্যয় গ্রহন করুন।
    রমজান জুড়ে জুলাই বিপ্লবের স্মৃতিকাতর স্থান গুলোতে গণইফতার আয়োজন করছে ইনকিলাব মঞ্চ। তারই ধারাবাহিকতায় কুমিল্লায় জুলাই বিপ্লবের সূতিকাগার হিসেবে আজকের আয়োজন করা হয়। তিনি সকলের উদ্দেশ্যে বলেন মানবকল্যাণমূলক কার্যক্রমে নিজেদের নিয়োজিত রাখার প্রত্যয় ব্যক্ত করেন এবং সাধারণ মানুষের সুখ-দুঃখে সবসময় পাশে থাকার দৃঢ় প্রত্যয় প্রকাশ করেন।
    ইফতার মাহফিলে অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সেইভ দ্যা হিউম্যান সোসাইটির চেয়ারম্যান, ইনকিলাব মঞ্চ কুমিল্লা জেলার যুগ্ন আহ্বায়ক নুসরাত শারমিন নীলা, নাশিদ একাডেমীর পরিচালক আবু জাফর খান, ইতিবৃত্ত সংসদের সেক্রেটারি ফারহান মুস্তাফিজ আনসারি, সেইভ দ্যা হিউম্যান সোসাইটির নির্বাহী সদস্য আবু সালেহ মোহাম্মদ মাসুদ, আব্দুল কাইয়ুম ভূঁইয়া মুকুল, ইনকিলাব মঞ্চ কুমিল্লার যুগ্ন আহ্বায়ক আব্বাস উদ্দিন, সাবেক সেবা পরিচালক গিয়াস উদ্দিন, বিশিষ্ট জুয়েলারি ব্যবসায়ি সানা উল্লাহ, আব্দুস সালাম, ওমর কাইয়ুম পলাশ, ওমর ফারুকী তাপস প্রমুখ।
    ইফতার মাহফিলের আলোচনা শেষে সংক্ষিপ্ত দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা রাসেল আহমেদ।
    এ সময় ইনকিলাব মঞ্চ কুমিল্লার সদস্যবৃন্দ, সাধারণ শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনীতিবিদ, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, শিশু পরিবার, ইয়াতিম শিশু বন্ধুরা, কুমিল্লার বিশিষ্ট ব্যবসায়িকবৃন্দ সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত থেকে দোয়ায় শরিক হন। সংবাদ প্রকাশঃ ২১-০৩-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

    আরো সংবাদ পড়ুন

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -
    Google search engine

    সর্বশেষ সংবাদ

    Recent Comments