
সিটিভি নিউজ।। ওমর ফারুকী তাপস সংবাদদাতা জানান === নাগরিকদের বসবাসযোগ্য কুমিল্লা মহানগরী গড়ে তোলার প্রত্যয়ে আগামী ২৮ এপ্রিল কুমিল্লা টাউনহলমাঠে নাগরিক সমাবেশ আহবান করা হয়েছে। কুমিল্লার নাগরিক পরিসেবা নিশ্চিত করার দাবীতে এই নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হবে জানিয়েছেন সাবেক সংসদ সদস্য ও হুইপ এবং বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জননেতা মনিরুল হক চৌধুরী। তিনি গত ২০ মার্চ কুমিল্লা ক্লাব প্রাঙ্গনে ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন। জনাব মনিরুল হক চৌধুরী আরো বলেন, বর্ধিত সীমানা বাস্তবায়ন; পয়ঃ, কেমিক্যাল বর্জ্য ও জলাবদ্ধতা থেকে কুমিল্লাবাসীকে রক্ষা করণ: কুমিল্লা মেট্রোপলিটন পুলিশ গঠন: প্রশাসনিক কারণে ৫-৭টি থানা গঠন; অবিলম্বে ওয়াসা কার্যক্রম শুরু, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রাকৃতিক খালে ইপিজেডের বিষাক্ত বর্জ্যের সংযোগ বন্ধ করণ; কুমিল্লা সিটি কর্পোরেশনের দক্ষিণের জনগণের কুমিল্লা শহরে প্রবেশ ও নির্গমণ পথ নির্বিঘ্ন করতে টমছমব্রীজে আন্ডারপাস নির্মাণ; পদুয়ার বাজারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও কুমিল্লা-নোয়াখালী সড়কের সংযোগস্থলে ফ্যাসিস্ট সরকার কর্তৃক সৃষ্ট মরণফাঁদ অপসারণে কার্যকর ব্যবস্থা গ্রহণ; আখতার হামিদ খান স্যাটেলাইট সিটি, কুমিল্লা বিমানবন্দরে যাত্রী পরিবহণসহ কার্গো ব্যবস্থা চালুকরণ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের ইন্ডাস্ট্রি লিংকেজ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর, কুমিল্লা মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা, ঢাকা-কুমিল্লা সরাসরি রেল (কর্ড) লাইন স্থাপন; সহ সকল প্রকার অবৈধ দোকান, যানবাহন অপসারণ পূর্বক জনগণের নিরবিচ্ছিন্ন চলাচল নির্বিঘ্ন করণ সহ জনগণের সকল প্রকার নাগরিক সেবা নিশ্চিত করুন অথবা সিটি কর্পোরেশন বাতিল করুন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ বার কাউন্সিলের লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান ব্যারিষ্টার আবদুল্লাহ আল মামুন, বীরমুক্তিযোদ্ধা জহিরুল হক দুলাল, প্রবীন সমবায়ী মোঃ ইয়াছিন,সচেতন রাজনৈতিক ফোরাম কুমিল্লার প্রধান সমন্বয়ক ড. শাহ মোহাম্মদ সেলিম,এডভোকেট শহীদুল হক স্বপন,সহ আরো অনেকে।
কুমিল্লা নাগরিক সমাজের দাবি আদায়ের সংগঠন “কুমিল্লা বাঁচাও মঞ্চ” এবং সদর দক্ষিণ উপজেলা ঐক্য সংহতি পরিষদ এর যৌথ উদ্যোগে বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিদের অংশ গ্রহনে গত ২০ মার্চ বৃহস্পতিবার, কুমিল্লা ক্লাবে এক ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে দিক-নির্দেশনা মূলক বক্তব্য রাখেন সংগঠনের প্রধান পৃষ্টপোষক সাবেক সংসদ সদস্য ও হুইপ এবং বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জননেতা মনিরুল হক চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এডভোকেট কাজী নাজমুস সাদাত। অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মো: ইসমাইল মজুমদার ও এডভোকেট আবদুল মোতালেব মজুমদার।
অনুষ্ঠানে কুমিল্লা বাচাঁও মঞ্চ কুমিল্লা মহানগর শাখা গঠন করে ঘোষনা করা হয়। আহ্বায়ক এডভোকেট কাজী নাজমুস সাদাত, সিনিয়র যুগ্ম আহবায়ক ড. এস এম শরীফুল করীম ,যুগ্ম আহবায়ক সিদ্দিকুর রহমান , যুগ্ম আহবায়ক মোঃ বিল্লাল (কাউন্সিলর) মোঃ ফরহাদ হোসেন, যুগ্ম আহবায়ক মোঃ নবী নেওয়াজ, যুগ্ম আহবায়ক উমর ফারুক চৌধুরী সুমন, সদস্য সচিব মোঃ নাসির উদ্দিন, যুগ্ম সদস্য সচিব মোঃ খলিলুর রহমান মজুমদার। সংবাদ প্রকাশঃ ২০-০৩-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=