
সিটিভি নিউজ।। সৌরভ মাহমুদ হারুন সংবাদদাতা জানান ===== কুমিল্লার বুড়িচং উপজেলার কংশনগর সোনালী ব্যাংকের গ্রাহক বীরমুক্তিযোদ্ধা হাজী আব্দুল কুদ্দুছ নামে এক ব্যক্তিকে অভিনব কৌশলে নাকে-মুখে ‘শয়তানের নিঃশ্বাস’ দিয়ে নগদ ১ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে প্রতারক চক্রের বিরুদ্ধে।
বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কংশনগর বাজার শাখার সোনালী ব্যাংকের ম্যানেজার মো.মাহফুজুল রহমান খান। এ বিষয়ে বুড়িচং থানায় একটি অভিযোগ করেছে ভুক্তভোগী বীরমুক্তিযোদ্ধা হাজী আব্দুল কুদ্দুছ।
অভিযোগ সূত্রে জানা যায়,গত ১৬ মার্চ সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের কংশনগর বাজার সোনালী ব্যাংকের ক্যাশ কাউন্টারের সামনে এ ঘটনাটি ঘটে।
ভুক্তভোগী বীরমুক্তিযোদ্ধা হাজী আব্দুল কুদ্দুছ উপজেলার এবদারপুর গ্রামের বাসিন্দা।
ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা গেছে,বীরমুক্তিযোদ্ধা হাজী আব্দুল কুদ্দুছ ওই দিন নিজ বাড়ি থেকে একটি চেক নিয়ে টাকা উত্তোলন করার জন্য কংশনগর সোনালী ব্যাংকে ব্যাংকে যায়।তখন ১ লক্ষ ২০ হাজার টাকা উত্তোলন করে টাকা গণনা করার সময় অপরিচিত ৫-৬ জনের একটি প্রতারক চক্র গ্রাহক সেজে আব্দুল কুদ্দুছের পাশে এসে টাকা গণনা করে।তখনই ‘শয়তানের নিঃশ্বাস’ (স্কোপোলামিন) গ্রাহক আব্দুল কুদ্দুছের নাকে-মুখে ছিটিয়ে দেওয়া হয়। এরপর থেকেই ওই গ্রাহক পুরোপুরি ওই প্রতারক চক্রের নিয়ন্ত্রণে চলে যান এবং অভিনব কৌশলে টাকাগুলো নিয়ে নেয়।
এ বিষয়ে বুড়িচং থানাধীন দেবপুর ফাঁড়ির এস আই মঞ্জুর রহমান কংশনগর সোনালী ব্যাংকে গিয়ে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেন এবং প্রতারক চক্রের সদস্যদের ধরিয়ে দিতে পারলে সন্ধান দাতাকে পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা দেন।
এ বিষয়ে কংশনগর সোনালী ব্যাংকের ম্যানেজার মো.মাহফুজুল রহমান খান ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন,ঈদকে কেন্দ্র একটি প্রতারক চক্র সক্রিয় হয়ে উঠেছে। কিছু দিন আগেও আরেক ব্যাংকের গ্রাহকের সাথে এমন ঘটনা ঘটেছে। এই প্রতারক চক্রকে ধরিয়ে দিতে সকলের সহযোগীতা কামনা করেন তিনি।
এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক সাংবাদিককে বলেন, ‘খবর পেয়ে দেবপুর ফাঁড়ির এসআই মঞ্জুর রহমান ঘটনাস্থলে গিয়েছে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। আমরা এ বিষয়ে কাজ করছি। অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
সংবাদ প্রকাশঃ ২০-০৩-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=