
সিটিভি নিউজ. এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের ফতুল্লার লামাপাড়া এলাকায় ছুরিকাঘাতে নিহত হয়েছে জিহাদ (১৭) নামের এক কিশোর। এ ঘটনায় মো. আরমান (১৮) নামের অপর এক কিশোরকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ মার্চ) রাতে ফতুল্লার লামাপাড়ার দরগাহ মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জিহাদ পটুয়াখালী জেলার সদর থানার আউলিয়াপুর এলাকার বাসিন্দা। তার পিতা জাহাঙ্গীর। পরিবারসহ ফতুল্লা মডেল থানার পশ্চিম লামাপাড়ার বাল্লক চিশতি এর ভাড়াটিয়া বাসায় বসবাস করতো। গ্রেফতারকৃত মো. আরমান ফতুল্লা মডেল থানার পশ্চিম লামাপাড়ার আক্তার শেখের পুত্র।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, দরগাহ মসজিদের সামনে গ্রেফতারকৃত আরমানের চাচা শাহিন মিয়ার একটি ফলের দোকান রয়েছে। ঘটনার সময়, শাহিন ইফতারের পর রাত ৮টার দিকে দোকান থেকে বাইরে যান। কিছুক্ষণ পর ফিরে এসে দেখতে পান, দোকানে থাকা ব্যাটারি চুরি হয়ে গেছে।
এ সময়, দোকানের সামনে জিহাদসহ আরও দুই কিশোর দাঁড়িয়ে ছিল। ব্যাটারি চুরির ঘটনায় সন্দেহের ভিত্তিতে আরমান তাদের জিজ্ঞাসাবাদ করে। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে, আরমান ক্ষুব্ধ হয়ে বাসা থেকে সুইচ গিয়ার এনে জিহাদকে ছুরিকাঘাত করে।
স্থানীয়রা আহত জিহাদকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।
ঘটনার পর স্থানীয়রা আরমানকে আটক করে পুলিশে সোপর্দ করে। ফতুল্লা মডেল থানা পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা আনোয়ার হোসেন।
নিহতের ভাবি সোনিয়া বেগম জানান, জিহাদসহ স্বপরিবারে তারা পশ্চিম লামাপাড়া এলাকার বাল্লক মিয়ার বাড়িতে ভাড়া থাকেন। জাহিদ স্থানীয় একটি মাদ্রাসায় পড়েন। তুচ্ছ ঘটনায় একই এলাকার বখাটে আরমান প্রকাশ্যে জিহাদের পেটে ছুরিকাঘাত করেছে। তখন স্থানীয় লোকজন আরমানকে ছুরিসহ আটক করে পুলিশে দেয় এবং জিহাদকে আশঙ্কাজনক অবস্থায় শহরের খানপুর হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরী বিভাগের চিকিৎসক তাৎক্ষনিক ঢাকা মেডিকেলে প্রেরন করেন। রাত সাড়ে ১১টায় ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় জিহাদ মারা যায়। সংবাদ প্রকাশঃ ১৯-০৩-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=