
সিটিভি নিউজ।। কুমিল্লা নগরীর ধর্মপুর সরকারি খাদ্যগুদামে বছরজুড়ে লেগেই থাকে জলাবদ্ধতা। সিটি করপোরেশনের বিভিন্ন বাসাবাড়ির বর্জ্য পানি এ এলাকা দিয়ে নিস্কাশনের ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতা এখানকার নিত্যদিনের সঙ্গী। ফলে মালামাল ওঠানামা নিয়ে ভোগান্তি পোহাচ্ছেন শ্রমিক ও ট্রাক চালকরা। এছাড়া দেখা দিয়েছে মজুদকৃত পণ্যের গুনগত মান নষ্ট হওয়ার শংকাও।
যে কোন মানুষ এই সড়কে পানি দেখলে মনে হবে যেন বর্ষাকাল। ঋতুর পরিবর্তন হলেও পাল্টায়নি চিত্র। সারাবছরজুড়ে জলাবদ্ধতার এমন দৃশ্যের দেখা মিলবে কুমিল্লা নগরীর ধর্মপুর সরকারি খাদ্যগুদামে। জলাবদ্ধতার কারণে মালামাল ওঠানামা নিয়ে দুর্ভোগ পোহা”েছন শ্রমিক ও ট্রাক চালকরা।
খাদ্যগুদামের একপাশে ঢাকা-চট্টগ্রাম রেললাইন ও অন্যদিকে সিটি করপোরেশনের ড্রেন উচু হওয়ায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এ নিয়ে শংকা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তা। আর তা নিরসনে কার্যকর পদক্ষেপের দাবি খাদ্য বিভাগের ঠিকাদারদের।
খাদ্য বিভাগের তথ্যমতে, জলাবদ্ধতা নিরসনে জেলা প্রশাসক কর্তৃক গঠিত ৬ সদস্যের কমিটি ২০২২ সালের ৪ এপ্রিল ১০টি সুপারিশ করা হয়। কিন্তু প্রতিবেদন দাখিলের প্রায় ৩ বছর অতিবাহিত হলেও তা আলোর মুখ দেখেনি।
জলাবদ্ধতার কবলে পড়ে অল্পসময়ে পন্যের গুনগত মান নষ্ট হয়ে যাওয়ার জন্য সিটি করপোরেশনকে দায়ী করলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক। আর জলাবদ্ধতা নিরসনে দুই বছর আগে জাইকার একটি প্রকল্পে অš‘র্ভূক্ত করা হয়েছে বলে জানান সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী। তিনি বলেন, আগামী অর্থবছরে তা বাস্তবায়ন সম্পন্ন হলে জলাবদ্ধতা আর থাকবে না।
ধর্মপুরে এই খাদ্য গুদামে খাদ্য মজুদের ধারণ ক্ষমতা রয়েছে সাড়ে ৬ হাজার টন। সংবাদ প্রকাশঃ ১৯-০৩-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=