
সিটিভি নিউজ।। দেশে অব্যাহত নারী-শিশু নির্যাতন, হত্যা, আইন-শৃঙ্খলার অবনতি, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গনপ্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে ঐক্যবদ্ধ হবার আহবান জানিয়ে চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্তমান অন্তবর্তীকালীন সরকারকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন এবং চলমান নৈরাজ্যের বিরুদ্ধে জনমত সৃষ্টিতে আজ ১৭ মার্চ, সোমবার বিকাল ৩টায় কান্দিরপাড়স্থ পূবালী চত্বরে এক সমাবেশের আয়োজন করে সচেতন রাজনৈতিক ফোরাম, কুমিল্লা । সমাবেশে বক্তব্য রাখেন প্রধান সমন্বয়ক ড. শাহ্ মোঃ সেলিম , সমন্বয়ক কমরেড আব্দুল রাজ্জাক ও সমন্বয়ক শেখ আব্দুল মান্নান। মানববন্ধনে আরো বক্তব্য রাখেন এডভোকেট মাহাবুবুর রহমান, সংস্কৃতি সংসদের সভাপতি আবুল কাশেম,অধ্যাপিকা অনিমা মজুমদার, সূচনা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক শাহানা হক,সংস্কৃতি সংসদ কুমিল্লা’র সহ সভাপতি সরদার হুমায়ূন কবীর, প্রকৌশলী মেঃ মোখলেসুর রহমান,অধ্যাপক রাহুল তারণ পিন্টু সহ আরো অনেকে।
এই সমাবেশে সচেতন নারী সমাজ, রাজনৈতিক কর্মী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, পেশাজীবীসহ সকলকে অংশগ্রহন করে। সংবাদ প্রকাশঃ ১৭-০৩-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=